Astro Tips
বৃহস্পতিবার ঘর থেকে টাকা বার করলে কি হয়
বৃহস্পতিবার অনেকেই ঘর থেকে টাকা বার করতে চান না। সত্যিই কি এর সঙ্গে কোনও শুভঅশুভ প্রভাব যুক্ত? এই অভ্যাসের সঠিক ব্যাখ্যা।
চালের পাত্র কখনও শূন্য রাখতে নেই বলে একটি কথা প্রচলিত আছে। পাত্র শূন্য থাকলে কি লাভ হয় বা কি ক্ষতি হয় তা আমার জানা নেই তবে বছরের পর বছর ধরে আমাদের চালের পাত্র শূন্যই থাকত। এক সময় মহাকালের নিয়মে বিনা চেষ্টাতেই ভরে উঠল শূন্য চালপাত্র।
প্রচলিত কথা, বৃহস্পতিবার বাড়ি থেকে টাকা বার করতে নেই বা কাউকে দিতে নেই। ব্যাঙ্ক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানেও দেখেছি বৃহস্পতিবার দিনটায় ভিড় অনেকটাই পাতলা। এ ব্যাপারে আমার কথা, ওসব পাগলের ভাবনা। ওই বারে কেউ অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হলে এ কথায় বিশ্বাসীরা তখন কি করবেন?