Astro Tips
শিশুর নজর লাগলে কি করবেন, তন্ত্রের প্রক্রিয়া – শিবশংকর ভারতী
তন্ত্রের এ প্রক্রিয়া দুশো ভাগ সত্য। এ বিষয়টা আমার অসংখ্য বার দেখা।
ছোট শিশুকে সুন্দরভাবে সাজিয়ে বাড়ির বাইরে বার করার আগে তার কড়ে আঙ্গুলটা কামড়ে দিতে হয়। বিশ্বাস এরফলে তার ওপরে কোনও লোকের নজর পড়বে না, একইসঙ্গে পড়বে না কুদৃষ্টি। খারাপ হাওয়া বাতাসও লাগবে না। কড়ে আঙুল-টাঙুল কামড়ে কুদৃষ্টি বা লোকের নজরে পড়বে না এটা একেবারেই কুসংস্কার। কিছুই হয় না।
শিশুর যদি নজর লাগে এবং এরফলে যদি দুধ খেতে না চায়, তাহলে একমুঠো শুকনো লঙ্কা এবং সরষে নিয়ে আরতির মতো তিনবার শিশুকে মাথা থেকে পা পর্যন্ত করে ওই লঙ্কা-সরষে আগুনে দিয়ে দিতে হয়। যদি ঝাঁজ বেরোয় বুঝতে হবে শিশুর ওপর নজর পড়েছে, আর ঝাঁজ যদি না বেরোয় বুঝতে হবে নজর পড়েনি। তন্ত্রের এ প্রক্রিয়া দুশো ভাগ সত্য। এ বিষয়টা আমার অসংখ্য বার দেখা। এই কাজটা করলে নজর লাগা দোষটা কেটে যায়।
Kivabe shib Sankar varati…onar Sathe jogajog krbo?? Kindly bolben..