Astro Tips
মাসিকের সময় কি ঠাকুর ঘরে ঢোকা যায়, পুরাণ-তন্ত্রে কি বলেছে
এ সংস্কারের কি বাস্তবে কোনও অস্তিত্ব আছে পুরাণ বা তন্ত্রে? মহিলাদের জীবনের এক অতি আলোচিত দিকের সত্যাসত্য।
সাধারণ ভাবে সমাজে প্রচলিত, মেয়েদের মাসিক হলে চার দিনের দিন স্নান করে তবে শুদ্ধ হয়। কুমারীদের ক্ষেত্রেও একই কথা। সধবাদের ওই কদিন সিঁদুর পরতে নেই। তাছাড়া যে কোনও শুভ কাজে অংশগ্রহণ নিষিদ্ধ। মায়ের কথা, রমা আজ আর ঠাকুরঘরে বাসন মাজবে না। রমা চারদিন ঠাকুরঘরের বাসন কেন মাজবে না?
পরম্পরাগত এই সংস্কারের কারণটা খুঁজতে বিভিন্ন পুরাণ, তন্ত্রের বিভিন্ন গ্রন্থ ঘাঁটাঘাঁটি করে কোনও উত্তর খুঁজে পাইনি। অসংখ্য সাধুসন্ন্যাসী ও মহাত্মার কাছে জিজ্ঞাসা করে এর সদুত্তর পাওয়া যায়নি। কোনও পাঠকের এ বিষয়ে যথার্থ উত্তর জানা থাকলে এই গণমাধ্যমে জানালে আমার মতো অসংখ্য না জানা মানুষের জানা হবে। — তথ্য – শিবশংকর ভারতী