Feature

বাঘেরা একবারে কতটা মাংস খেতে পারে, উত্তরটা বিশ্বাস করা কঠিন

বাঘেরা একবারে যতটা মাংস খেতে পারে তার পরিমাণটা শুনলে অনেকেই বিশ্বাস করতে পারবেননা। কিন্তু বাঘেরা দিব্যি তা খেয়ে হজম করতে পারে।

বাঘ পশুটা যতটাই ভয়ংকর ততটাই রাজকীয়। রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের এক বড় গর্ব। জঙ্গলের এই রাজকীয় চালের প্রাণিটি খিদে পেলে শিকার করে। শিকার করার পর তার খাওয়া শুরু হয়। ততক্ষণ বাঘ খেতে থাকে যতক্ষণ না তার পেট ভরে। দেখা গেছে একটি বড় প্রাণি শিকারের পর বাঘ শিকার করা প্রাণির মাংস ভক্ষণের পরও কিছুটা বেঁচে থাকে।

সেটা আবার বাঘ একটি জায়গায় লুকিয়ে ঢাকা দিয়ে রাখে। যাতে পরে এসে বাকিটা খেয়ে নিতে পারে। কিন্তু শিকারের পর একবার খেতে শুরু করে বাঘ যে পরিমাণ মাংস খেতে পারে তার পরিমাণ যে কাউকে অবাক করতে পারে।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাঘ একবারে ৩৬ কেজি মাংস খেয়ে নিতে পারে। এতটাই তার মাংস খাওয়ার ক্ষমতা। ৩৬ কেজি পর্যন্ত মাংস খাওয়ার পর বাঘের বিশ্রামের দরকার পড়ে।

বাঘের মাংস খাওয়া নিয়ে যখন অনেকেই চোখ কপালে তুলছেন, তখন সিংহের খাওয়ার ক্ষমতা শুনলে তাঁরা ভিরমি যেতে পারেন। একটি পুরুষ সিংহ একবারে ৪৫ কেজি পর্যন্ত মাংস খাওয়ার ক্ষমতা রাখে। যা একটি বাঘের মাংস খাওয়ার ক্ষমতার চেয়েও অনেক বেশি।


সিংহরা আবার সংঘবদ্ধ প্রাণি। সিংহীরাই প্রধানত শিকার করে। তবে পুরুষ সিংহটি প্রথম সেই শিকার খেয়ে থাকে। পুরুষ সিংহটি তার পরিমাণমত মাংস শেষ করার পর বাকিটা সিংহীরা খায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button