শহরে রয়েছে ৫০০টির বেশি মন্দির, দেশের এ শহর মন্দিরের শহর বলেই খ্যাত
এ দেশের যে কোনও শহরে গেলেই মন্দির পাওয়া যেতে পারে। কোথাও বেশি কোথাও কম। কিন্তু এর মধ্যে একটিই শহর মন্দিরের শহর বলে খ্যাত।
ভারতের যে কোনও প্রান্তের যে কোনও শহরে গেলেই মন্দির পাওয়া যায়। কোথাও কম, কোথাও বেশি। আবার এমন অনেক শহরই রয়েছে যে শহর বিখ্যাতই সেখানকার কোনও প্রসিদ্ধ মন্দিরের জন্য। এমন নানা শহরের মধ্যে কিন্তু একটি শহরকেই ভারতের মন্দিরের শহর বলা হয়।
আবার এ শহর যে কোনও অতি প্রসিদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত তাও নয়। তবু এ শহরকেই ভারতের মন্দিরের শহর বলা হয় এখানকার মন্দিরের সংখ্যার কারণে।
এ শহরে রয়েছে ৫০০টির ওপর মন্দির। অধিকাংশ মন্দিরই শিব মন্দির। এসব মন্দির আবার সবই প্রায় তৈরি হয়েছে ষষ্ঠ খ্রিস্টাব্দ থেকে একাদশ খ্রিস্টাব্দের মধ্যে।
এ শহরেই রয়েছে একাম্র ক্ষেত্র। ১ হাজার ১২৬ একর জমির ওপর রয়েছে বহু মন্দির। একে মন্দিরের ক্লাস্টারও বলা যেতে পারে। অধিকাংশ মন্দিরই স্যান্ডস্টোন বা বেলেপাথর দিয়ে তৈরি। সব মন্দিরেই কলিঙ্গ স্থাপত্যের ছাপ স্পষ্ট।
একাম্র ক্ষেত্রের অন্যতম প্রধান মন্দির হল লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গরাজ মন্দিরের মধ্যেই রয়েছে আরও কয়েকটি মন্দির। এবার অনেকের কাছেই পরিস্কার ভারতের মন্দির শহর কোনটি।
ওড়িশার রাজধানী ভুবনেশ্বরকে বলা হয় ভারতের মন্দির শহর। উত্তর ভারত জুড়ে বা দক্ষিণ ভারতেও এমন অনেক শহর রয়েছে যেখানে বিখ্যাত বহুল প্রসিদ্ধ মন্দির রয়েছে। কিন্তু মন্দিরের সংখ্যা এবং মন্দিরের প্রাচীনত্বের নিরিখে ভুবনেশ্বরকেই ভারতের মন্দিরের শহরের তকমা দেওয়া হয়েছে।