পাতকুয়ো সবসময় গোল হওয়ার পিছনে বিশেষ কারণ আছে, কি সেই কারণ
পাতকুয়ো বা কুয়ো সবসময় গোলাকৃতি হয়। এটা তো সকলেই দেখেছেন। কিন্তু কেন এমন হয় তার পিছনে বিশেষ কারণ রয়েছে, যা অনেকেরই জানা নেই।
পাতকুয়ো বা কুয়ো সকলেই দেখেছেন। গোলাকৃতি কুয়ো বড় ছোট হতে পারে, কিন্তু আকারটা গোলাকৃতি থেকে বদলায় না। যে কোনও প্রান্তেই যাওয়া যাক, পাতকুয়ো গোলই হয়। মাটির অনেক নিচে থাকে জল। কপিকলের সাহায্যে বা কোথাও কোথাও স্রেফ বালতি ডুবিয়ে জল তুলে আনা হয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন ওঠে কেন পাতকুয়োর আকৃতি গোলাকার হয়। কেন অন্য আকৃতির হয়না!
কুয়ো সবসময় গোলাকৃতি হওয়ার পিছনে কিন্তু বিশেষ কারণ রয়েছে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, জলের চাপ যাতে সবদিকে সঠিকভাবে পড়তে পারে সেদিকটা নজর রাখা জরুরি। তাতে কুয়োর মধ্যের অংশ ভাল থাকে।
জলের চাপে কোনও ক্ষতি হয়না। কুয়োর কাঠামো দীর্ঘদিন শক্তপোক্ত অবস্থায় থেকে যায়। ক্ষতি হয়না। সেজন্য কুয়োর মধ্যের অংশ গোল হয়।
তাছাড়া দেখা গেছে গোল কুয়ো কাটার খরচ কম হয়। অন্য কোনও আকারের কুয়ো বানাতে খরচ বেশি। তাই কুয়ো সবসময় গোলাকৃতিই দেখতে পাওয়া যায়।
গ্রাম থেকে শহর যেদিকেই নজর করা যায় এমন কুয়োই দেখতে পাওয়া যায়। চৌকো বা আয়তক্ষেত্রের মত বা অন্য কোনও আকারের কুয়ো দেখতে পাওয়া যায়না।
সবাই চান কুয়ো কাটার পর তা যেন দীর্ঘ সময় ধরে ভাল থাকে। সেদিকটা মাথায় রেখে তাই আজও কুয়ো তৈরি করা মানেই তা গোল হয়। চোখে দেখা গেলেও তাই নিছক চিরাচরিত অভ্যাস থেকে নয়, কুয়ো গোলাকৃতি হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে।