৭ হাজার ফুট উঁচুতে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট মাঠ রয়েছে এদেশেই, কোথায় জানেন
ক্রিকেট খেলার জন্য বড় মাঠের প্রয়োজন। তাকে ঘিরে আবার স্টেডিয়াম একটা জায়গা নেয়। তা তো আর পাহাড়ের ওপর হয়না। কিন্তু এদেশেই রয়েছে সর্বোচ্চ ক্রিকেট খেলার মাঠ।

ক্রিকেট খেলার মাঠ সকলেই দেখেছেন। কিন্তু তা সাধারণত নানা শহরে দেখা গেছে। সহজ করে বললে সমতলেই ক্রিকেট খেলার মাঠ দেখা যায়। পাহাড়ের ওপর নয়। কিন্তু ভারতেই রয়েছে এমন এক ক্রিকেট খেলার মাঠ যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৩৪ ফুট উপরে অবস্থিত।
৭ হাজার ফুট নেহাত কম নয়! ওই উচ্চতায় ক্রিকেট মাঠ! অবাক হওয়াটাই স্বাভাবিক। বিশ্বে এত ক্রিকেট খেলিয়ে দেশ রয়েছে। কোনও দেশেই এত উচ্চতায় ক্রিকেট মাঠ নেই।
ভারতের এই ক্রিকেট মাঠটি কিন্তু অনেককাল আগে তৈরি হয়েছিল। হিমাচল প্রদেশের চৈল নামে একটি পার্বত্য স্থানে রয়েছে এই মাঠ।
জানা যায় উনবিংশ শতাব্দীর শেষের দিকে পাটিয়ালার মহারাজ ভূপিন্দর সিং এই মাঠ তৈরি করেছিলেন। চৈল ছিল তাঁর গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জায়গা। এখানে তিনি তখন এই মাঠ সাজিয়ে তোলেন।
এখন একটি সেনা স্কুলের ছাত্ররা এই মাঠে খেলে। এখানে পোলো খেলাও হয়। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট খেলার মাঠ হিসাবেই।
ফলে যাঁরাই চৈল বেড়াতে আসেন, তাঁরা এই মাঠটা একবার ঘুরে যান। দেখে যান বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিকেট মাঠ। তবে এ মাঠে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা হয়না। মাঠটি কিন্তু বেশ ঘাসে ভরা। চারধার ঘন জঙ্গলে ঘেরা। আশপাশে তাকালে প্রাকৃতিক সৌন্দর্য মন ভুলিয়ে দিতে পারে।