দেশের এ এক এমন গ্রাম যেখানকার অধিকাংশ পুরুষেরই ২ জন স্ত্রী
এদেশেই রয়েছে এমন এক গ্রাম। যেখানে অধিকাংশ পুরুষের ২ জন করে স্ত্রী রয়েছেন। জোড়া বিয়ের গ্রাম হিসাবেই তাই পরিচিতি এই গ্রামটির।
এ এমন এক গ্রাম যা অন্য সব গ্রাম বা শহরের চেয়ে আলাদা। এখানে অধিকাংশ পরিবারের পুরুষেরই ২টি করে বিয়ে। ২ জন স্ত্রী নিয়েই তাঁদের সংসার। ২ জন স্ত্রী কেন? এ গ্রামে এক প্রাচীন বিশ্বাস আছে। এখানে বিয়ের পর প্রথম স্ত্রীর গর্ভে যদি কন্যা সন্তান আসে, তাহলে ফের ওই পুরুষকে বিয়ে করতে হয়।
কারণ গ্রামের বিশ্বাস দ্বিতীয় বিয়ের পর দ্বিতীয় স্ত্রীর গর্ভে কিন্তু পুত্র সন্তানই জন্ম নেয়। এই বিশ্বাস থেকেই একটা প্রজন্ম পর্যন্ত অনেকেই ২টি করে বিয়ে করেছেন এ গ্রামে।
যদিও নতুন প্রজন্ম এটা মানছে না। গ্রামের বাসিন্দা হয়েও তারা ২ বার বিয়ের রাস্তায় হাঁটছে না। কিন্তু এখনও গ্রামে অনেক পরিবারেই ২ জন করে স্ত্রী একসঙ্গে ঘর করছেন। এখানে ২ স্ত্রীদের মধ্যে ঝগড়া বা হাঁড়ি আলাদার ঘটনাও ঘটেনা। কারণ লুকিয়ে আছে এখানকার পুরুষদের একটি দর্শনে।
এখানকার পুরুষরা যাঁরা ২টি বিয়ে করেছেন তাঁরা বাড়িতে ২ স্ত্রীকেই সমান মর্যাদা দেন। কাউকে এটা অনুভব হতে দেন না যে তাঁকে বঞ্চিত করে অন্য স্ত্রীকে বেশি করা হচ্ছে।
এই মন্ত্রে ২ স্ত্রী নিয়েও এখানকার পুরুষরা দিব্যি ঘরসংসার করে চলেন বছরের পর বছর ধরে। রাজস্থানের জয়সলমীরের রামদেও কি বস্তি নামে এই গ্রামের এই জোড়া বিয়ের পরম্পরা কিন্তু এই গ্রামটিকে আলাদা পরিচিতিও দিয়েছে। এখনও এখানে অনেক পরিবারে ১ জন পুরুষের ২ স্ত্রী পাওয়া যায়।