Feature

কোন শহরকে দরজার শহর বলা হয়, ৫২টি দরজার কারণে এই নাম

এমন এক শহর রয়েছে, যাকে দরজার শহর বলা হয়। সিটি অফ গেটস নামে পরিচিতির যথেষ্ট কারণও রয়েছে। এ শহরের এই নামের কারণ ৫২টি দরজা।

এক সময় মোঘল সম্রাট ঔরঙ্গজেব এই শহরকে শত্রুর হামলা থেকে রক্ষা করতে একরকম ঘিরে ফেলেছিলেন। পুরো শহর ঘিরে ফেলার ফলে সেখানে প্রবেশের জন্য চারধারে দরজা তৈরি করতে হয়েছিল। সেগুলিই ছিল শহরে প্রবেশের প্রবেশদ্বার।

সেগুলিকে দরজা বলা হলেও প্রতিটি এক একটি অনুপম স্থাপত্য। শহরের চারধারে ৫২টি এমন প্রবেশদ্বার তৈরি করা হয়েছিল। সেগুলির প্রতিটির আলাদা আলাদা নাম ছিল।


এখন অবশ্য ৫২টি প্রবেশদ্বার আর অবশিষ্ট নেই। সাকুল্যে ১৩টি প্রবেশদ্বার এখনও রয়ে গেছে। যারমধ্যে সবচেয়ে বড়টি হল বাদকাল গেট। এছাড়াও রয়েছে মকাই গেট, দিল্লি গেট, রঙ্গিন গেট, পাঠান গেট এবং এমন কয়েকটি।

৫২টি প্রবেশদ্বার সম্বলিত এ শহরে সব প্রবেশদ্বার এখন না থাকলেও এই শহরকে সিটি অফ গেটস বা দরজার শহর বলা হয়।


মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর, যার বর্তমান নাম ছত্রপতি সম্ভাজিনগর, এই শহরকেই বলা হয় সিটি অফ গেটস। এই শহরেই ছিল ৫২টি প্রবেশদ্বার। যা এখন আর নেই।

তবে যে কটি রয়ে গেছে তাতে মুঘল স্থাপত্য স্পষ্ট। বিশাল সেইসব দরজাও এ শহরে বেড়াতে আসা মানুষজনের কাছে অন্যতম আকর্ষণ।

এছাড়া পাহাড় ঘেরা এ শহরে দেখার জন্য রয়েছে বিবি কা মকবরা, ঔরঙ্গাবাদ গুহা। এই গুহাগুলিতে বৌদ্ধ চিহ্ন স্পষ্ট। এছাড়া এ শহরের চারধারে রয়েছে সবুজের সমাহার। ঔরঙ্গাবাদ বিশ্ববিদ্যালয়ে দেশের অনেক প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে হাজির হন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button