বলতে পারেন কাচ কঠিন পদার্থ না তরল, উত্তরটা চমকপ্রদ
কাচ তো দেখেছেন, কিন্তু এটা জানেন কি যে কাচ কঠিন পদার্থ নাকি তরল পদার্থ। অবাক করা হলেও এর উত্তর কিন্তু চমক দিতে পারে।
কাচ তৈরি করতে বালি, লাইমস্টোন, সোডার মত পদার্থ লাগে। সব কিছুর মধ্যে আবার সবচেয়ে বেশি থাকে বালি। কাচ তৈরি হলে তা স্বচ্ছ হয়। কাচকে রঙিন রূপ দিতে গেলে তা তৈরির সময়ই তাতে রং মিশিয়ে দিতে হয়। কাচ দিয়ে বিশ্বের নানা শৌখিন জিনিস তৈরি করা হয়।
সে বাড়িতে তৈরি কাচের কাপ, ডিশ বা গ্লাস হোক অথবা কাচের তৈরি কোনও সাজানোর জিনিস বা অন্য কোনও প্রয়োজনীয় জিনিস। কাচ দেখতে যত সুন্দর ততই তা ভঙ্গুর।
আলতো টোকায় তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাচকে দেখে যে কেউ বলবেন এটা একটি কঠিন পদার্থ। কিন্তু কাচ কঠিন পদার্থ নয়।
একটি কঠিন পদার্থ হতে গেলে যে যে শর্ত পূরণ করতে হয় কাচের আণবিক গঠনে তা অনুপস্থিত। ফলে কাচকে সঠিক কঠিন পদার্থ বলা যায়না। তাহলে কি কাচ দেখতে কঠিন হলেও আসলে তরল? বিশেষজ্ঞেরা বলছেন তাও কিন্তু নয়।
কাচ তরল পদার্থও নয়। কারণ তরল পদার্থ হতে গেলেও যে আণবিক গঠনের প্রয়োজন তা কাচে পাওয়া যায়না। তাহলে কাচ কি? বিশেষজ্ঞেরা এর নাম দিয়েছেন নিরাকার কঠিন পদার্থ।
যা উপযুক্ত কঠিনও নয়, আবার উপযুক্ত তরলও নয়। বরং এ দুয়ের মাঝে কোনও কিছু। অবাক করা হলেও এটা কিন্তু বিশেষজ্ঞদের ব্যাখ্যা যে কাচ সঠিক অর্থে কঠিন পদার্থ নয়।