মশা তাড়াতে সূর্য শহরের সব বাড়ির একটাই রং
এ শহরকে সূর্য শহর বলে ডাকা হয়। দেশের এই শহরের নাম বললে সকলেই এক ডাকে তাকে চিনতে পারবেন। আবার মশা তাড়াতে এ শহর নিয়েছে এক অভিনব কৌশল।
এ শহরকে সূর্য শহর বলে ডাকা হয় দেশে। আরও একটা পরিচিত নাম রয়েছে এ শহরের। তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শহরকে সূর্য শহর কেন বলা হয়? এ শহরে সারাবছর সূর্যের আলো ঝলমল করে। ঋতু পরিবর্তন হতে পারে। কিন্তু সূর্যের ঝলমলে আলোর অভাব হয়না।
রোদ ঝলমল প্রকৃতি এ শহরের সারাবছরের এক বিশেষ বৈশিষ্ট্য। এই ঋতু নির্বিশেষে সারাবছর রোদ ঝলমল দিনের জন্য এ শহরকে সূর্য শহর বলা হয়। আবার এ শহরের আরও একটা চেনা পরিচিতি রয়েছে।
এ শহরকে ভারতের নীল শহর বলা হয়। কারণ এ শহরের প্রতিটি বাড়ির একটাই রং। আর সেটা হল নীল রং। কিন্তু আর সব রং ছেড়ে কেবল নীল রংই কেন? এর পিছনে এক প্রাচীন বিশ্বাস রয়েছে।
এখানকার মানুষের বিশ্বাস বাড়ির রং নীল হলে মশার উপদ্রব কমে। তাই মশাকে তাঁদের থেকে দূরে রাখতে এ শহরের প্রতিটি বাড়ির রং হয় নীল।
এখন তো এটা একটা প্রথাই হয়ে গেছে। এ শহরের বাসিন্দারা বাড়ি রং করানোর সময় কেবল নীল রংকেই বেছে নেন। রাজস্থানের যোধপুরে গেলে এই নীল রংয়ের বাড়ির সারি নজর কাড়ে। তাই যোধপুরকে নীল শহর বলে ডাকা হয়। আবার এই যোধপুরকেই সূর্য শহর বলেও ডাকা হয়ে থাকে।