আয়ুর্বেদ আর উৎসবের সঙ্গে দিন কাটায় দেশের সোনার রাজধানী
এ শহর সারাবছর মেতে থাকে নানা ধরনের উৎসবে। স্থানীয় উৎসবের সঙ্গে দেশজুড়ে হওয়া নানা উৎসবের জমাটি পালনও হয় দেশের সোনার রাজধানীতে।
এ শহর যেন আনন্দে মেতে থাকার শহর। আবার ব্যবসাতেও পিছিয়ে নেই। শহর জুড়ে বছরের নানা সময় লেগে থাকে উৎসব। স্থানীয় উৎসব পালন তো চলেই। সেই সঙ্গে এ শহরে চুটিয়ে পালিত হয় দিওয়ালী, বড়দিন, ইদ, ওনাম সহ নানা উৎসব। একে রাজ্যের উৎসবের রাজধানী বলেও ডাকা হয়।
তবে এ শহর বিখ্যাত তার সোনার গয়নার জন্য। দেশের ৩০ শতাংশ সোনার গয়না এখানেই তৈরি হয়। এখান থেকেই বিক্রিও হয়। ভারতের তাবড় সোনার দোকানের শাখা এ শহরে পাওয়া যায়।
এখানে স্বর্ণ শিল্পীরা যেমন নানা প্রান্ত থেকে রুজির খোঁজে হাজির হন, তেমন ভাল কারিগরের যথেষ্ট কদরও দেওয়া হয়। ভারতের সবচেয়ে বেশি সোনার গয়না এখানে তৈরি বলে এ শহরকে ভারতের সোনার রাজধানী বলে ডাকা হয়।
ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত কেরালা রাজ্য। এই কেরালার তৃতীয় বৃহত্তম শহর হল ত্রিশূর। আগে যাকে ত্রিচূর নামে ডাকা হত। এই শহর তার সোনার গয়না প্রস্তুতের জন্য বিখ্যাত।
ত্রিশূরের খ্যাতি কিন্তু তার উৎসব পালনের ক্ষেত্রেও কম নয়। ভাদাকুন্নাথান মন্দির, তিরুভামবারি শ্রীকৃষ্ণ মন্দির, পরমেক্কাভু ভগবতী মন্দির রয়েছে এ শহরে।
এ শহরে বহু পর্যটক হাজির হন। তবে এ শহরের আরও একটি খ্যাতি আছে। কেরালায় আয়ুর্বেদ চিকিৎসার চল যথেষ্ট। আর যত আয়ুর্বেদ ওষুধ রয়েছে তার সবচেয়ে বেশি উৎপাদন হয় এই ত্রিশূরে। ফলে আয়ুর্বেদ ওষুধের কেন্দ্রও বলা হয় এই শহরকে।