গাছের গুঁড়িতে সাদা রং করার পিছনে রয়েছে একাধিক চমকপ্রদ কারণ
গাছের গুঁড়িতে সাদা রং করা আছে। এমনটা তো রাস্তার ধারেই দেখতে পাওয়া যায়। অনেকের বাগানের গাছেও সাদা রং করা থাকে। এর পিছনে রয়েছে একাধিক চমকপ্রদ কারণ।
সারি দিয়ে গাছের গুঁড়িতে সাদা রং। এমনটা প্রায় সকলেই দেখেছেন। রাস্তার ২ ধারে যে গাছের সারি থাকে তাতেও এই সাদা রং করা থাকে। দেখা গেছে প্রাচীন গ্রিস ও রোমেও গাছের গুঁড়িতে সাদা রং করার প্রচলন ছিল। তার নিদর্শন পাওয়া গিয়েছে।
গাছের গুঁড়িতে সাদা রং করা শুধু ভারত নয়, সারা বিশ্বেই এক প্রচলিত পদ্ধতি। এর পিছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অনেকে তাই বাগানের গাছের গুঁড়িও সাদা রংয়ে ঢেকে রাখেন।
গাছের গুঁড়িতে সাদা রং করার একটি কারণ হল নানা ধরনের পোকার হাত থেকে গাছকে রক্ষা করা। অনেক এমন পোকামাকড় হয় যা গাছের ক্ষতি করে। গুঁড়ির কাঠকে দুর্বল করে দেয়। সাদা রং থাকলে তারা আর সে গাছে হানা দিতে পারেনা।
দ্বিতীয়ত, গাছের গুঁড়িতে সাদা রং থাকলে তা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে গাছকে রক্ষা করে। সরাসরি সূর্যরশ্মির প্রবল উত্তাপ গাছের গুঁড়ির সংস্পর্শে না আসায় গাছের গুঁড়িতে ফাটল ধরার সম্ভাবনা কমে।
আবার যে সব শীতপ্রধান জায়গা রয়েছে সেখানে গাছের গুঁড়িতে সাদা রং করার একটি কারণ হল প্রবল ঠান্ডার হাত থেকে গাছকে রক্ষা করা। নাহলে কড়া ঠান্ডা গাছের গুঁড়িতে ফাটল ধরিয়ে নষ্ট করে দেয়।
রাস্তার ধারে গাছের গুঁড়িতে সাদা রং করা হয় গাড়ি চালকদের সতর্ক করতে। অনেক সময় হাইওয়েতে রাস্তায় আলো থাকেনা। সেখানে গাড়ির হেডলাইট ভরসা।
রাতের অন্ধকারে সেই হেডলাইটের আলো গাছের গুঁড়ির ওপর পড়লে সাদ রং সহজেই নজরে পড়ে। তাই রাস্তার ধার বুঝে নিতে অসুবিধা হয়না চালকের। এভাবেই নানা কারণে গাছের গুঁড়িতে সাদা রং করে তাকে রক্ষা করা হয়।