বাংলার একটি রাজ্য ফুল রয়েছে, নাম জানেন তার
সব ফুলই সুন্দর। বাংলার এই রাজ্য ফুলটি সুন্দর তো বটেই। সেই সঙ্গে তার নাম মনে এলে অন্য একটি কারণেও বাঙালির মন ভাল হয়ে যায়।
সব দেশেরই জাতীয় ফুল থাকে। ভারতেরও রয়েছে। আবার পশ্চিমবঙ্গের আলাদা করে একটি রাজ্য ফুল রয়েছে। যার সঙ্গে জাতীয় ফুল মেলেনা। পশ্চিমবঙ্গের এই রাজ্য ফুলটির কথা সকলের জানা।
আর পাঁচটা ফুলের মতই এই ফুলটিও অতি সুন্দর। তবে এই ফুলটির সঙ্গে বাঙালির আরও একটি স্পর্শ লুকিয়ে থাকে। তাই এই ফুলটির নাম শুনলেই বাঙালির মন ভাল হয়ে যায়।
বাঙালির মনের মধ্যে একটা অনাবিল আনন্দ খেলা করে। এ ফুলের ছবি দেখলে বাঙালির একটা বিশেষ সময়ের কথা মনে পড়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে একটা মুখ।
পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম শিউলি। উজ্জ্বল কমলা আর সাদার মিশ্রণে এ ফুলের সৌন্দর্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে শিউলি ফুলের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির বড় আপনার উৎসব দুর্গাপুজো।
শিউলি ফুল আর মা দুর্গার আগমন যেন একাত্মভাবে জড়িয়ে থাকে। পুজো আসছে এটা বলার অপেক্ষা রাখে না যদি শিউলি ফুলের দিকে নজর যায়।
শরৎকালে শিউলি ফুল যেন মা দুর্গাকে আবাহন করার জন্যই ভরে ওঠে গাছে গাছে। শিউলি গাছের তলায় ভোরের আলো ফোটার পর নানা বয়সের মানুষ পৌঁছে যান ঝরে পড়া শিউলি কুড়িয়ে আনতে। এ এক অন্যই অনুভূতি। যা বাঙালিকে পৌঁছে দেয় শৈশবে, পৌঁছে দেয় পুজোর আবেগঘন স্মৃতির সরণীতে।