বাংলার রাজ্য বৃক্ষের মর্যাদা পাওয়া গাছের নাম জানেন
বাংলায় গাছের অভাব নেই। তবে তার মধ্যেও একটি গাছকে রাজ্য বৃক্ষের মর্যাদা দেওয়া হয়েছে। এ গাছের নাম বললে কিন্তু সকলেই চিনতে পারবেন।
সুজলা, সুফলা বাংলায় গাছের অভাব নেই। নানাধরনের আবহাওয়ায় হওয়া গাছ এ রাজ্যে দেখতে পাওয়া যায়। উত্তরে গেলে যেমন পাহাড়ি নানা গাছ থেকে কালিম্পংয়ের অর্কিড বিখ্যাত। তেমনই আবার সুন্দরবনে পৌঁছলে সেখানকার ম্যানগ্রোভ অরণ্য বিশ্বখ্যাত।
বাংলার মাটিতে গাছের অভাব নেই। গুনে শেষও হবেনা। শুধু প্রচুর গাছ থাকাই নয়, বাংলা জুড়ে বহু প্রকারের গাছ দেখতে পাওয়া যায়। ফুল গাছ, ফল গাছেও ভরা এই পশ্চিমবঙ্গ।
সে অতিকায় বনস্পতি থেকে গুল্ম জাতীয় গাছ, লতা গাছ, ঝোপ সবই দেখতে পাওয়া যায়। তাই বাংলায় গাছের অভাব নেই, ফুলের অভাব নেই, ফল বা সবজির অভাব নেই।
তবে বাংলার এই অসংখ্য গাছের মধ্যে একটি ধরনের গাছকেই পশ্চিমবঙ্গের রাজ্য গাছের মর্যাদা দেওয়া হয়েছে। এ গাছ হল সেই গাছ যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর সহ অন্য অনেক কবির লেখায় খুঁজে পাওয়া যায়।
শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর একটি জায়গাকে ছাতিম তলা বলে চিহ্নিত করেছিলেন। সেখানে ছাতিম গাছের ছাওয়া ভরা। এই ছাতিম গাছই হল পশ্চিমবঙ্গের রাজ্য গাছ।
ছাতিম গাছের ডালপালা অনেকটা জায়গা জুড়ে থাকে। ঘনও হয়। ফলে ছাতিম গাছের ছাওয়া খুব আরামদায়ক। ছাতিম গাছের ফুলে আবার ওষধিগুণ রয়েছে।
ছাতিম কলকাতা শহরেও রাস্তার ধারে দেখতে পাওয়া যায়। প্রচুর পাতা ও ছাওয়ার জন্য এ শহরের ফুটপাথের ধার ধরে গাছের সারিতে ছাতিম উল্লেখযোগ্য।