জলাধার থেকে জল ছাড়ার সময় কিউসেক শব্দটা শোনা যায়, কিউসেক মানে কতটা জল
প্রায়ই শোনা যায় এত কিউসেক জল ছাড়া হয়েছে, অত কিউসেক জল ছাড়া হয়েছে। এই কিউসেক মানে কতটা জল তা জেনে রাখা ভাল।
নদীর ওপর বাঁধ নির্মাণ করা হয়। বর্ষার সময় সেইসব নদী অনেক সময় ফুঁসে ওঠে। বাঁধের জল বিপদসীমা ছুঁই ছুঁই হলে প্রমাদ গোনেন আধিকারিকরা। দ্রুত শুরু হয় বাঁধ থেকে জল ছাড়া। নাহলে আরও বড় বিপত্তি ঘটতে পারে।
ফিবছর দক্ষিণবঙ্গের পশ্চিম ও মধ্য অংশ জুড়ে তেমন একটা বৃষ্টি না হলেও অনেক জায়গা বানভাসি চেহারা নেয়। এজন্য ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াকেই দায়ী করা হয়।
এসব জলাধার থেকে যখনই জল ছাড়া হয় তখন খবরে প্রকাশ পায় কতটা জল ছাড়া হয়েছে। কিন্তু সে জলের পরিমাণ কখনও লিটারে প্রকাশ করা হয়না। বলা হয় কিউসেকে।
কত কিউসেক জল জলাধার থেকে ছাড়া হয়েছে তা জানানো হয়। ফলে কিউসেক শব্দটার সঙ্গে প্রায় সকলেই পরিচিত। কিন্তু এই কিউসেক মানে কতটা জল?
হিসাব বলছে কিউসেক মানে প্রতি ১ সেকেন্ডে ছাড়া জলের পরিমাণ। ১ কিউসেক মানে ২৮.৩২ লিটার জল। ফলে এটা বলা যেতেই পারে যে ১ কিউসেক জল মানে ২৮. ৩২ লিটার জল।
লিটারে প্রকাশ করা হলে ১ কিউসেক এবার বুঝতে অনেকেরই সমস্যা হবেনা। যদিও জলাধার কখনও লিটারে এই পরিমাণ জানায় না। তারা কিউসেককে একক ধরে জল ছাড়ার পরিমাণ প্রকাশ করে।
অনেকে দীর্ঘদিন ধরে শুনে এলেও কিউসেক জলের পরিমাণ সহজে বোঝার চেষ্টা থেকে দূরেই থাকেন। এবার তা কিছুটা পরিস্কার হয়তো করা গেল।