স্মার্টফোনে সোনা থাকে, জানেন কতটা সোনা থাকে একটা ফোনে
স্মার্টফোন মানেই কিন্তু তাতে সোনা থাকে। আমরা সকলে যে স্মার্টফোন ব্যবহার করি তাতেও সোনা থাকে। কতটা সোনা থাকে একটা ফোনে। তার দাম কত।
স্মার্টফোনে সোনা থাকে। শুনে অবাক লাগতেই পারে। কিন্তু এটাই সত্যি। আমরা সকলে এখন যে স্মার্টফোন ব্যবহার করি, তাতে সোনা থাকে। কোথায় থাকে সোনা? স্মার্টফোনের যে সার্কিট থাকে তা সোনা দিয়ে মোড়া থাকে।
সোনা হল বিদ্যুতের সুপরিবাহী। তাছাড়া সোনা সার্কিটের ক্ষয় রোধ করে। এজন্য সোনা ব্যাবহার করা হয় স্মার্টফোনের সার্কিট বাঁচাতে। প্রতিটি মোবাইল ফোনেই সোনা থাকে মানে তো অনেক সোনা দরকার!
হিসাব বলছে একটি আইফোনে ০.০৩৪ গ্রাম সোনা থাকে। খতিয়ান বলছে গড়ে একটি স্মার্টফোনে যে পরিমাণ সোনা ব্যবহার করা হয় তার দাম পড়বে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে।
এই টাকার সোনা স্মার্টফোনে থাকেই। যা সকলের হাতে বা পকেটে থাকা স্মার্টফোনে রয়েছে। স্মার্টফোন এখন প্রতিটি মানুষের হাতে হাতে ঘুরছে। তাতে যে সোনা থাকে তা অবশ্য নামমাত্র।
তা ফোনটির কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে, কিন্তু কেউ যদি ভাবেন যে ফোন খারাপ হয়ে গেলে অন্তত সোনাটা বার করে নিয়ে সেটি ফেলে দেবেন, তাহলে সেই সোনা উদ্ধার করতে তাঁর অনেক বেশি খরচ হয়ে যাবে।
তবে এটাও ঠিক, একটি খতিয়ান বলছে ৪১টি স্মার্টফোন থেকে ১ গ্রাম সোনা পাওয়া যেতে পারে। বিশ্বজুড়ে যে পরিমাণ স্মার্টফোন প্রতিদিন নষ্ট হয়, ফেলে দেওয়া হয়, তা থেকে সোনা উদ্ধার করতে পারলে নেহাত কম হবেনা পরিমাণটা।