Feature

পাহাড় যখন টানে, এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করেও তা এগোতে থাকে

এদেশেই রয়েছে এই আশ্চর্য পাহাড়। যে পাহাড়ের কাছে রাস্তার ওপর গাড়ির ইঞ্জিন বন্ধ করে দাঁড় করিয়ে দিলেও দেখা যায় গাড়িটি সামনের দিকে উঁচু রাস্তায় উঠতে থাকে।

পৃথিবীর এ এক অন্যতম আশ্চর্য। যা রয়েছে ভারতেই। ভারতের শ্রীনগর লেহ জাতীয় সড়কের ওপর এমন একটি জায়গা রয়েছে যেখানে পড়ে চুম্বক পাহাড়। সেখানে রাস্তার ধারে বড় করে লেখাও আছে বিষয়টি। রাস্তার ওপর সাদা চৌকো দাগ করা আছে।

সেখানে যে কেউ গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিন বন্ধ করে দিলেও গাড়িটি সামনের পাহাড়ি রাস্তায় এগোতে থাকে। সকলে অবাক হয়ে দেখেন গাড়ি পাহাড়ি চড়াই পথে নিজে থেকেই এগিয়ে যাচ্ছে।


২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে গাড়ি এভাবে চড়াই ধরে এগিয়ে যেতে থাকে। বলা হয় এখানে যে পাহাড় আছে তা নাকি চুম্বকের মত আকর্ষণ করতে থাকে গাড়িকে।

যদিও বিশেষজ্ঞদের একাংশের মত, এটা আদপে মানুষের চোখের ভুল। এখানে রাস্তাটি আদপে নিচের দিকেই নেমেছে। ফলে মাধ্যাকর্ষণের টানে গাড়ি এগোতে থাকে নিচের দিকে। যা খালি চোখে দেখে মনে হয় উপরের দিকে উঠছে।


তবে লাদাখের এই চুম্বক পাহাড় পৃথিবীর মানুষের কাছে অন্যতম আকর্ষণ। তাঁরা এই পাহাড়ের চৌম্বকীয় শক্তি দেখতে হাজির হন এখানে। পরখ করে দেখেন সত্যিই বন্ধ ইঞ্জিনের স্তব্ধ গাড়ি এগিয়ে যায় কিনা।

আর যখন তা চোখে দেখেন তখন হতবাক হয়ে যান। পৃথিবীর আর কোথাও এমন চৌম্বক পাহাড় দেখতে পাওয়া যায়না। যা ভারতের লাদাখে রয়েছে।

Ladakh
লাদাখের চুম্বক পাহাড়, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস ও ফ্লিকার – @Ashwin Kumar

এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যও চমৎকার। চারধার পাহাড়ে ঘেরা। এক পাস দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ। আর তারই মাঝখান দিয়ে পাহাড়ের বুক চিরে এগিয়ে গেছে কালো পিচ ঢালা পথ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button