লিফটে আয়না লাগানোর পিছনে রয়েছে একাধিক অতি গুরুত্বপূর্ণ কারণ
অধিকাংশ লিফটে আয়না লাগানো থাকে। সেটা কি সাজগোজ করার জন্য, তা কিন্তু নয়। বরং আয়না একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণে লিফটে লাগানো হয়।
হাতেগোনা কিছু লিফট বাদ দিলে অধিকাংশ লিফটেই আয়না লাগানো থাকে। এখন তো আবার অফিস হোক বা আবাসন, লিফট থাকে। ফলে মানুষ লিফটের সঙ্গে পরিচিত। সেই সঙ্গে লিফটে লাগানো আয়নার সঙ্গেও।
লিফটে যে আয়না লাগানো হয় তা কি ওঠা বা নামার সময় সাজগোজ করার জন্য? এমন প্রশ্ন অনেকের মনে জাগে। উত্তরটা কিন্তু এতটাও সহজ নয়। বরং লিফটে আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কারণে লাগানো হয়।
লিফটে আয়না লাগানোর একটি বড় কারণ হল পিছন থেকে আক্রমণ সম্বন্ধে সতর্ক থাকা বা আততায়ীকে শনাক্ত করা। লিফটে অনেক সময় অপরাধমূলক কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ সেখানে মানুষের সংখ্যা কম থাকে।
পিছন থেকে কেউ বা কারা যদি আক্রমণ করে আয়না দিয়ে তাদের দেখে নেওয়া সম্ভব হয়। আক্রমণ হতে পারে এমন সম্ভাবনা আয়নায় দেখে আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ থাকে।
আবার অনেক মানুষই ছোট বদ্ধ স্থানে শ্বাসকষ্ট অনুভব করেন, তাঁদের হৃৎস্পন্দন বেড়ে যায়। একটা মানসিক সমস্যায় ভুগতে থাকেন। আয়না থাকলে লিফট অনেকটা বড় মনে হয়। আর বড় মনে হলে এই সমস্যা যাঁদের আছে তাঁরা কিছুটা হলেও মানসিকভাবে স্বস্তি অনুভব করেন।
আবার লিফটে আয়না লাগানো থাকলে লিফটে অনেক জায়গা আছে বলে মনে হলে যে কোনও মানুষের মন ভাল হয়। আবার লিফটে আয়না থাকলে তাতে নিজের দিকে নজর যায়।
যদিও বা পোশাকে বা চুলে বা মুখেচোখে কোনও অবিন্যস্ত ভাব থাকে তাহলে চট করে ঠিক করে নেওয়ার সুযোগ থাকে। আর এসব করতে ওঠা বা নামার সময়ও কেটে যায়।
তাই জাপানে যেমন লিফটে আয়না বাধ্যতামূলক করে দেওয়া হয়। এখন অধিকাংশ লিফটেই আয়না থাকে। সেটা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য।