পৃথিবীর এই দেশগুলোতে সূর্য ডোবে না, প্রতিদিন সন্ধেও নামে না
সকালে সূর্য উঠবে। বিকেলে অস্ত যাবে। তারপর সন্ধে নামবে। রাত হবে। ফের ভোর হবে। এটাই সকলের জানা। কিন্তু বিশ্বে এমনও কয়েকটি দেশ রয়েছে যেখানে সন্ধে নামে না।
পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা দূরের কেন স্থানীয় মানুষদেরই অবাক করে দেয়। যেমন পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে সূর্য প্রতিদিন অস্ত যায়না। এমনকি টানা ৭০ দিন পর্যন্তও সকালের আলো থাকে।
সেখানকার মানুষ ভুলেই যান সন্ধে কেমন দেখতে হয়। পৃথিবীতে এমন ৬টি দেশ রয়েছে যেখানে এমন ঘটনা ঘটে। অনেক পর্যটক কেবল এই আজব কাণ্ডের সাক্ষী হতে এসব দেশে বেড়াতে যান।
এই ৬টি দেশের তালিকায় রয়েছে নরওয়ে। যাকে নিশীথ সূর্যের দেশ বলে জানে সারা বিশ্ব। অর্থাৎ সেখানে মাঝরাতে সূর্য ওঠে। এই নরওয়েতে মে থেকে জুলাইয়ের মধ্যে টানা ৭৬ দিন সূর্য অস্তই যায়না। নরওয়ের সালবার্ড এমন জায়গা যেখানে আবার এই সূর্যের জেগে থাকা চলে এপ্রিল থেকে অগাস্ট মাস পর্যন্ত।
আইসল্যান্ডে গরমকালটা জুড়েই সূর্যের আলো দেখতে পাওয়া যায় সারাক্ষণ। জুন মাসে তো তা আরও স্পষ্ট হয়। জুন মাসে আইসল্যান্ডে কখনওই সূর্য অস্ত যায়না। প্রসঙ্গত আইসল্যান্ডে কিন্তু মাঝরাতে সূর্য দেখা যায়।
আলাস্কায় ব্যারো বলে একটি স্থান রয়েছে। যেখানে মে মাসের শেষের দিক থেকে জুলাই মাসের শেষের দিক পর্যন্ত সূর্য ডোবে না। এই ২ মাসে টানা সূর্যের আলো পান এখানকার মানুষ। যদিও এখানে নভেম্বরে উল্টোটা হয়। নভেম্বর মাসে এখানে আবার সূর্য দেখাই যায়না। দিন রাত বলে কিছু থাকেনা। সারাদিনই রাত।
কানাডায় নুনাভুট নামে একটি জায়গা রয়েছে। কানাডার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত এই জায়গায় বছরের ২ মাস টানা সূর্যের আলো থাকে। আবার ব্যারোর মত ১ মাস সেখানে টানা অন্ধকার থাকে। সেই সময় সেখানে সূর্যের দেখা মেলেনা।
সুইডেনের উত্তর অংশে ২ মাস টানা সূর্য ডোবে না। তারপর বছরের একটা বড় সময় সূর্য ডোবে গভীর রাতে। আবার ফের সূর্যোদয় হয়ে যায় ভোর ৪টের মধ্যে। সূর্য অস্তই যায় সামান্য সময়ের জন্য।
ফিনল্যান্ডে আবার গ্রীষ্মকালে একটানা সূর্যের আলো পাওয়া যায়। কখনও সূর্য অস্ত যায়না। এমন চলে প্রায় ৭৩ দিন টানা। আবার উল্টোটাও হয়। ফিনল্যান্ডে শীতকালে আবার সূর্যই ওঠেনা। সকাল বা রাত বলে কিছু হয়না। সে সময় সারাদিনই রাত।