পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত
অধিকাংশ বিমান সংস্থাতেই পাইলটের দাড়ি রাখা মানা। কয়েকটি বিমান সংস্থা হালকা দাড়ি মেনে নেয়। তবে এর পিছনে রয়েছে বিশেষ কারণ।
বিমানচালক বা পাইলটদের অনেকেই দেখেছেন। কেউ সামনাসামনি দেখেছেন। কেউ ছবিতে দেখেছেন। কিন্তু সকলেই যেটা নজর করেছেন সেটা হল সাধারণত পাইলটদের দাড়ি থাকেনা। পাইলটরা ক্লিন শেভেন হয়ে থাকেন। গোঁফ থাকতে পারে। কিন্তু দাড়ি নয়।
কেউ দাড়ি রাখবেন কিনা তা তাঁর ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। তিনি যেখানে কর্মরত সেই সংস্থা তা স্থির করে দিতে পারেনা। আপাতদৃষ্টিতে তা মনে হওয়া সঠিক, কিন্তু পাইলটদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই অন্য।
বিমান সংস্থাগুলি পাইলটদের দাড়ি রাখতে দেয় না তাঁদের সুরক্ষার কথা ভেবে। কারণ পাইলট সুরক্ষিত থাকলে বিমানটি সুরক্ষিত থাকবে। বিমানের যাত্রীরা সুরক্ষিত থাকবেন।
দাড়ি না থাকা কীভাবে সুরক্ষা কবচ তৈরি করছে? এমন প্রশ্ন স্বাভাবিক। বিমান আকাশে থাকাকালীন কোনও কারণে যদি অক্সিজেনের সমস্যা তৈরি হয়, পাইলটেরও অক্সিজেনের প্রয়োজন হয়। তার জন্য একটি মুখের ওপর চেপে বসে যাওয়া মাস্ক ব্যবহার হয়। যাতে অক্সিজেন কোথাও দিয়ে লিক না করতে পারে।
কিন্তু কোনও পাইলটের দাড়ি থাকলে দাড়ির জন্য মাস্কটি ঠিকমত চেপে বসতে নাও পারে। আর তা হলে অক্সিজেন লিক করতে থাকবে। পাইলট পর্যাপ্ত অক্সিজেন পাবেন না।
ফলে তাঁর শারীরিক সমস্যাও কাটবে না। অক্সিজেনের অভাব থেকে যাবে। পাইলট সুস্থ না হলে যাত্রীদের সুরক্ষা বড় প্রশ্নের মুখে পড়ে যাবে। ফলে সব দিক বিবেচনা করেই পাইলটদের দাড়ি রাখতে দেওয়া হয়না।