লেপের কাপড় সবসময় লাল হয়, কারণগুলি বেশ চমকপ্রদ
শীত এবারের মত বিদায় বেলায়। শীতে বার হওয়া লেপ এবার তুলে ফেলার সময়। বাঙালির আদি অনন্ত লেপ সর্বদা লাল কাপড়ে মোড়া হয় কেন এর উত্তরটা বেশ চমকপ্রদ।
![Sleeping](https://www.nilkantho.in/wp-content/uploads/2025/02/sleeping.jpg)
শীত আসে, শীত যায়। বঙ্গ জীবনে লেপের ঐতিহ্যে ভাটা পড়েনা। এখন বাজারে নানা গরমের বস্ত্র ছড়িয়ে আছে। কিন্তু বাঙালির মন জুড়ে কোথাও যেন লেপ একটা আলাদাই মর্যাদা নিয়ে দাপটে বিরাজ করে।
বঙ্গ জীবনে লেপের প্রতি এই ভালবাসা আজও বাড়িতে বাড়িতে হেমন্ত এলেই লেপ বার করে রোদে দেওয়া দেখে বোঝা যায়। এবার অবশ্য শীতের বিদায়বেলা আসন্ন। অনেক বাড়িতে লেপ ফের রোদে দিয়ে তুলে ফেলার তোড়জোড় চলছে।
বাঙালির এই আদি অনন্ত উষ্ণ ভালবাসার লেপের কাপড় সবসময় লাল হয় কেন এ প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। যার পিছনে একাধিক কারণ তুলে ধরা হয়।
কথিত আছে মুর্শিদকুলি খাঁর সময় লাল মখমলি কাপড়ে তুলো ভরে তৈরি হত লেপ। যা তৈরির খরচ রাজা বা বর্ধিষ্ণু অর্থবানরা ছাড়া কুলিয়ে উঠতে পারতেন না সাধারণ মানুষ।
অগত্যা সাধারণ মানুষ লাল মখমলি কাপড় না পেলেও লাল কাপড়েই তুলো ভরে শীতের জন্য লেপ তৈরি শুরু করেন। সেই পরম্পরাই আজও অব্যাহত। যদিও এটা একটা যুক্তি মাত্র।
অনেকে বিশ্বাস করেন প্রথম থেকেই লেপ লাল কাপড়ে তুলো ভরে তৈরি হত বলেই আজও তাই হয়ে আসছে। এর অন্য কারণ নেই। কেউ আবার মনে করেন লেপ তো কাচা যায়না। তাই লাল কাপড় হলে ময়লা কম নজর কাড়ে।
কারও মতে আবার লাল রংয়ের কাপড়ে পোকামাকড় কম হয়। তাই লাল রং। লেপের রং লাল হওয়ার পিছনে এমন নানা কারণ শোনা যায়।