বিমানের রং সাধারণত সাদা হয়, এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ
বিমানের রং সাধারণভাবে সাদা হয়। কিছু অন্য রংও নজরে পড়ে। কিন্তু সাদার প্রাধান্য নজরকাড়া হয়। এর পিছনে কিন্তু একগুচ্ছ অতি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

বিমানের রং সাধারণভাবে সাদা হয় এটা সকলেরই নজরে পড়েছে। কিন্তু কেন সাদা হয়? নানারকম রংয়ের বিমান তো হতেই পারে। নানা রং দিয়ে বিমানের গা সাজিয়ে ফেলাও কষ্টকর নয়। রঙিন ডিজাইন করা যেতে পারে। কিন্তু সেসব না করে সাদা করার পিছনে রয়েছে একগুচ্ছ অতি গুরুত্বপূর্ণ কারণ।
বিমানের গায়ের রং সাদা হয় তার একটি কারণ হল সূর্যরশ্মিকে প্রতিফলিত করা। এতে বিমানটির ভিতরের অংশ ঠান্ডা থাকে এবং বিমান কম উত্তাপ শোষণ করে। এছাড়া বিমানের গায়ে কোনও চিড় ধরলে বা অন্য কোনও ক্ষতি হলে সাদা রং করা থাকলে তা সহজেই নজরে পড়ে।
অন্য কোনও রং করলে, বিশেষত গাঢ় রং করলে বিমানের গায়ের কোনও ক্ষতি হলে সেই দাগ সহজে নজরে পড়বে না। আবার সাদা রংয়ের সুবিধা হল পাখিকে দূরে রাখা।
কারণ পাখিরা অন্য যে কোনও রংয়ের চেয়ে সাদা রং বেশি ভাল দেখতে পায়। ফলে তারা বিমান থেকে দূরে থাকে। এতে বিমানের সঙ্গে পাখির ধাক্কা এড়ানো যায়।
বিমানের গায়ে সাদা রং করার আরও কারণ রয়েছে। যেমন অন্য রংয়ের চেয়ে সাদা রংয়ের দাম কম পড়ে, ফলে বিমান রং করার খরচ কমে। তাছাড়া বিমানের ওজন কমাতেও সাদা রং কার্যকরি।
কারণ সাদা রংয়ে পিগমেন্ট সবচেয়ে কম থাকে। ফলে তা হালকা হয়। তাই সাদা রং করলে বিমানের সার্বিক ওজন হালকা হয়। এমন নানা কারণের কথা মাথায় রেখেই বিমান সংস্থাগুলি বিমানের রং সাদা করে থাকে।