মণিরত্নের রাজ্য নামে পরিচিত এই জায়গা প্রকৃতির অঢেল সৌন্দর্যে ভরা
এ রাজ্যে যেমন রয়েছে পাহাড়ের সারি, তেমনই চারধার সবুজে ভরা। মণিরত্নের রাজ্য বলে একে ডাকা হয়। এখানে পৌঁছলে মনে হবে সত্যিই সার্থকনামা।

ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রূপ। প্রতিটি কোণা, প্রতিটি রাজ্য তার নিজস্বতায় অন্যের চেয়ে আলাদা। ধুধু মরু প্রান্তর থেকে সাগর, মহাসাগর, হিমালয় থেকে পাহাড় ঘেরা সবুজের আবাহন, কি নেই!
বৈচিত্র্যে ভরা এই দেশে তাই এক একটি রাজ্যকে আলাদা করে চেনার উপায় রয়েছে। তার আলাদা পরিচিতি রয়েছে। যেমন ভারতের এই রাজ্যকে বলা হয় ল্যান্ড অফ জেমস বা মণিরত্নের ভূমি।
এই রাজ্য ঘেরা রয়েছে প্রধানত ৯টি পাহাড় দিয়ে। এই ৯টি পাহাড়ের মাঝে এক ডিম্বাকৃতি উপত্যকা। এই ভৌগলিক রূপের জন্য এই রাজ্যকে অনেকে মণিরত্নের সঙ্গে তুলনা করে থাকেন। এমনই তার ভুবন ভোলা প্রাকৃতিক সৌন্দর্য।
রাজ্যটির নাম ইতিমধ্যেই নিশ্চয় আন্দাজ করে নিতে পেরেছেন। রাজ্যটি মণিপুর। উত্তরপূর্ব ভারতের ৭ বোনের এক বোন। রত্নের মনই এ রাজ্যের সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। এ রাজ্যের ইতিহাস ও পরম্পরা বহু মানুষকে আকর্ষিত করে।
প্রকৃতির অপার দানের হাত ধরে এ রাজ্যে সারাবছরই দেশ বিদেশের পর্যটকের ভিড় লেগে থাকে। এমন নয় যে এখানে প্রচুর মণিমুক্তো, দামি রত্ন পাওয়া যায়।
এ রাজ্যের ঐতিহ্য, পরম্পরা, ইতিহাস ও প্রকৃতির অপার সৌন্দর্যকে সামনে রেখেই একে ল্যান্ড অফ জেমস বলে ডাকা হয়। মণিপুর শব্দের মধ্যেও এই মণি বা দামি পাথরের উল্লেখ রয়েছে। মণিপুরে ভাসমান দ্বীপ দেখতে বহু মানুষ ভিড় জমান।