Feature

প্লাস্টিকের টুল বা চেয়ারের মাঝে ছিদ্র থাকে কেন, রয়েছে বিশেষ কারণ

প্লাস্টিকের টুল বা চেয়ার তো হামেশাই নজরে পড়ে। তাতে বসাও হয়। কিন্তু এটা ভেবে কি কেউ দেখেছেন কেন এই চেয়ারগুলির মাঝখানে একটা গোল ফুটো থাকে। পিছনে যথেষ্ট দরকারি কারণ রয়েছে।

প্লাস্টিকের চেয়ারে সকলেই প্রায় বসেছেন। সেই চেয়ারের মাঝখানে একটা গোল ফুটো দেখতে পাওয়া যায়। অনেক সময় সেই ফুটোর কাছটা ধরে চেয়ারটিকে তুলতে সুবিধা হয়। কিন্তু ধরে তুলতে যাতে সুবিধা হয় সেজন্য এই ফুটো করা হয়না। এই ফুটোর পিছনে রয়েছে অন্য একটি কারণ। যা যথেষ্ট গুরুত্বপূর্ণও বটে।

প্লাস্টিকের চেয়ার বা টুল বিভিন্ন অনুষ্ঠান থেকে মিছিল মিটিং, বিয়েবাড়ি, সর্বত্র ব্যবহার হয়। এগুলি যখন বসা হয় তখন তো সাজানো থাকে। কিন্তু যখন তা ব্যবহার হয়না বা আনা হয় তখন চেয়ারগুলি একটির ওপর আর একটি বসানো থাকে।


এমন করে একটি থাক তৈরি হয় চেয়ারের। একসঙ্গে ১০ থেকে ১৫টি চেয়ার একসঙ্গে আনা হয়। তারপর প্রয়োজনমত সেই চেয়ারের থাক থেকে একটা করে তুলে নিয়ে মানুষ বসতে পারেন। এখানেই লুকিয়ে আছে আসল কারণটা।

চেয়ারগুলি একটার ওপর একটা এভাবে চাপালে উপরের চেয়ারটির তলার অংশ এবং নিচের চেয়ারটির বসার অংশের মাঝে ফাঁক প্রায় থাকেনা বললেই চলে। ফলে সেখানে অতি কম পরিমাণে হাওয়া খেলার উপায় থাকে।


ফুটোটা রাখা হয় ওই হাওয়া খেলানোর জন্য। যাতে চেয়ারগুলি নিজেদের মধ্যে আটকে না যায়। থাক থেকে একটি চেয়ার নিতে শক্তি প্রয়োগ করতে না হয়, সহজেই তা উঠে আসে।

ফুটোটা হাওয়া খেলায় ২টি চেয়ারের মাঝের অংশে। তাই যখন ওপর ওপর রাখা চেয়ার থেকে সবচেয়ে ওপরের চেয়ারটি কেউ বসার জন্য তুলে নেন তাঁকে কষ্ট করতে হয়না। সহজেই তা উঠে আসে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button