খবরের কাগজের নিচে থাকে ৪টি রংয়ের গোল, কি এর কারণ
খবরের কাগজ তো প্রায় সকলেই পড়েন। পড়ায় সময় নজরে পড়ে কাগজের নিচের দিকে বা পাশে ৪টি রংয়ের গোল। এগুলি দেওয়ার কিন্তু বিশেষ কারণ রয়েছে।
সকালে বাড়িতে আসা খবরের কাগজে ব্যস্ততার মধ্যেও অনেকেই চোখ বুলিয়ে নেন। সময় পেলে বিস্তারিতও পড়ে ফেলেন পছন্দের খবর। খবরের কাগজে খবরের পাশাপাশি আরও একটি বিষয় নজর কাড়ে। তা হল খবরের কাগজের নিচের দিকে বা বাঁ ধারে ৪টি রংয়ের গোল।
যে রংগুলি হল সায়ান, ম্যাজেন্টা, হলুদ ও কালো। আরও পরিস্কার করে বা সহজ করে বললে নীল, ম্যাজেন্টা, হলুদ ও কালো গোল। পরপর রংগুলি সাজানো থাকে। এই রংগুলির কোনওটা আগে কোনওটা পরে হতেই পারে। আবার তা গোল করে না দিয়ে চৌকো বা বিন্দুর আকারেও দেওয়া থাকতে পারে।
কিন্তু থাকবে। প্রতিটি খবরের কাগজে এই রংয়ের গোলগুলি দেওয়ার কারণ কি? এ প্রশ্ন জাগতেই পারে। এর পিছনেও কিন্তু রয়েছে বিশেষ কারণ।
খবরের কাগজ এখন সবই রঙিন পত্রিকা। সাদাকালো পত্রিকার দিন কবেই শেষ হয়ে গেছে। খবরের কাগজ যত রঙিনই হোক না কেন তা তৈরি হয় ৪টি রংকে কাজে লাগিয়ে। যা হল সায়ান, ম্যাজেন্টা, হলুদ ও কালো।
এই রংগুলি আবার প্রথমে কোনও একটি দেওয়া হচ্ছে। তারপর অন্যটি। তারপর তৃতীয় এবং এভাবেই পরে চতুর্থ রংটি পড়ছে প্রেসে।
এভাবে ৪টি কোন ধারাবাহিকতায় পরপর পড়েছে তা কাগজের রংয়ের পরপর সারি দেখলেই পরিস্কার হয়ে যায়। এই ৪ রংয়ের ছাপ খবরের কাগজে থাকাকে বলা হয় ‘রেজিস্ট্রেশন মার্কস’। এটা সরাসরি পাঠকের প্রয়োজনে না লাগলেও এটা খবরের কাগজে থাকাটা জরুরি।