চোরাবালিতে তলিয়ে গিয়ে কি সত্যিই মৃত্যু হতে পারে, সত্যিটা কি
অনেক সিনেমায় এমনটা দেখা যায় যে চোরাবালিতে ক্রমশ ডুবে কারও মৃত্যু হচ্ছে। খুব নাটকীয়ভাবে দেখানো ঘটনাটা কি সত্যিই চোরাবালির বাস্তবের সঙ্গে মেলে?
চোরাবালি শুনলেই অনেকের বুক ছ্যাঁত করে ওঠে। মনে হয় চোরাবালিতে একবার পা পড়া মানেই নিশ্চিত মৃত্যু। খড়কুটো আঁকড়ে বাঁচার শেষ আশা নিয়ে মানুষ শেষ চেষ্টা করেন। কয়েকজন রক্ষা পান। অনেকে পান না।
সিনেমায় নাটকীয় কোনও দৃশ্যে চোরাবালিতে পা পড়ে যাওয়া এবং তাতে ক্রমশ তলিয়ে যাওয়ার টানটান দৃশ্যে দর্শকের পলকও পড়েনা। কিন্তু চোরাবালির এই বদনাম কি সত্যিই প্রাপ্য? চোরাবালি মানেই কি নিশ্চিত মৃত্যু? বাস্তব কিন্তু অন্য কথা বলে।
চোরাবালি আদপে মাত্র কয়েক ইঞ্চি গভীর হয়। একদম উপরিভাগ দেখে বোঝার উপায় থাকেনা। কিন্তু এটা সত্যিই যে পা পড়লে আচমকা পা ভিতরে ঢুকে যায়। কিন্তু তারপর যেখানে শক্ত জমি পাওয়া যায় তা কয়েক ইঞ্চি নিচেই হয়ে থাকে।
ফলে চোরাবালিতে না বুঝেও পা পড়া মানেই নিশ্চিত মৃত্যু এমনটা মোটেও নয়। তবে চোরাবালিতে মৃত্যু হতে পারে যদি তা কোনও জলভাগের জোয়ার ভাটায় তৈরি হয়।
তখনও তা কয়েক ইঞ্চিই গভীর হয়। তবে সেখানে পা পড়ে আটকে যেতে পারে। সেখান থেকে পা বার করে আনতে সময় লাগতে পারে।
এরমধ্যেই সেখানে জোয়ারের জল ঢুকে এলে ডুবে মৃত্যু হতে পারে। কিন্তু চোরাবালিতে ক্রমশ তলিয়ে গিয়ে যে মৃত্যুর কথা সাহিত্য, গল্প বা সিনেমায় দেখানো হয় তা বাস্তবে সত্য নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।