প্রতিবছর কোটি কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছে বাদুড়
বাদুড় নামে প্রাণিটিকে পছন্দ করেন এমন মানুষ খুঁজে মেলা ভার। কিন্তু সেই বাদুড়ই প্রতিবছর মানুষের কোটি কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছে।
বাদুড় এমন এক প্রাণি যাকে প্রায় সব মানুষ এড়িয়ে চলেন। অন্ধকার নামলে শুরু হয় এদের গতিবিধি। আপাত দৃষ্টিতে বাদুড় ক্ষতি করতে পারে, লাভের লাভ কিছুই করেনা। বরং গাছের ডালে উল্টো ঝুলে থাকা বাদুড় দেখলে অনেকেই ভয় পান।
কিন্তু সেই বাদুড় যে মানুষের এতটা উপকার বছরের পর বছর ধরে করে চলেছে তা অনেকেরই অজানা। কার্যত মানুষের কোটি কোটি টাকা জলে যাওয়া আটকে দিচ্ছে বাদুড়।
বাদুড় রাতের অন্ধকারে শিকারে বার হয়। নিজেদের ক্ষুধা নিবারণ করে। সেই ক্ষুধা নিবারণ করতে গিয়ে তারা অনেক পোকা খেতে থাকে। বিশেষত সেইসব পোকামাকড় খেতে তারা পছন্দ করে যেগুলি ফসলের ক্ষতি করে।
এমন অনেক পতঙ্গ রয়েছে যা বিঘার পর বিঘা ক্ষেতের ফসল সাফ করে দিতে সক্ষম। এতে দীর্ঘদিন লড়াই করে জমিতে ফসল পাকানো কৃষকদের মাথায় হাত পড়ে। কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়তে হয় তাঁদের।
ফসল বাঁচাতে কীটনাশক দেওয়া হয় ঠিকই কিন্তু তাতেও যে সবসময় ফসল রক্ষা করা যায় তা কিন্তু নয়। এতে কীটনাশকের খরচও হয়, আবার ফসলও রক্ষিত হয়না।
কিন্তু বাদুড় নিজের পেট ভরাতে প্রচুর পরিমাণে পতঙ্গ খেয়ে ফেলে। এতে আখেরে লাভ হয় কৃষকদের। বাঁচে ফসল। যা বাঁচলে একজন কৃষকই তা বিক্রি করে লাভের মুখ দেখতে পারেন। আবার মানুষের প্রয়োজনীয় খাদ্যও রক্ষা পায়।