অন্য আকারের না হয়ে জলের ট্যাঙ্ক গোলই হয় কেন
জলের যে ট্যাঙ্ক অধিকাংশ মানুষের বাড়িতে বসানো হয় তা গোল হয়। কিন্তু তা অন্য আকারেরও তো হতে পারত! না হওয়ার পিছনে বিশেষ কারণ রয়েছে।
বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক দেখে সকলেই অভ্যস্ত। এখন নানা সংস্থা প্লাস্টিকের জলের ট্যাঙ্ক তৈরি করে ঠিকই, কিন্তু তার অধিকাংশই গোলাকার হয়। ফলে সংস্থা আলাদা হলেও আকার একই হয়।
কিন্তু চৌকো বা আয়তক্ষেত্র বা অন্য কোনও আকারেরও তো হতে পারত ট্যাঙ্কগুলো। কেন গোলই হয়? এর পিছনে কিন্তু যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে।
জলের ট্যাঙ্ক গোল হওয়ার কারণ জলের চাপ সবদিকে যাতে একই পড়ে সেটা নিশ্চিত করা। অন্য আকারের ট্যাঙ্ক হলে জলের চাপ এক জায়গায় বেশি এবং অন্য জায়গায় কম পড়ার সম্ভাবনা থাকে। তাতে ট্যাঙ্ক দ্রুত নষ্ট হয়।
এছাড়া রোদ, বৃষ্টি সব সহ্য করার জন্যও গোল সবচেয়ে ভাল। কারণ গোল এমন এক আকার যেটিকে সবচেয়ে শক্তিশালী জ্যামিতিক আকার বলা হয়।
ছাদে থাকা ট্যাঙ্ক নানা ধরনের ঋতুতে নানা আবহাওয়া সহ্য করে। তারপরেও যাতে তা ভাল অবস্থায় থাকে সেজন্য গোল আকার দেওয়া হয় প্লাস্টিকের জলের ট্যাঙ্কের।
প্রবল ঝড় বা অঝোরে বৃষ্টির ফলে যে চাপ সরাসরি ট্যাঙ্কটির ওপর পড়ে তা সহ্য করে নেওয়ার ক্ষমতা একমাত্র গোলাকারেরই আছে। এছাড়া গোল আকার কম গরম বা কম ঠান্ডা হয়। ফলে গরম কালে নাতো ভিতরের জল দ্রুত গরম হয়ে যায় আর না ঠান্ডার সময় জল দ্রুত ঠান্ডা হতে পারে।
গোল ট্যাঙ্ক পরিস্কার করতেও সুবিধা হয়। অন্য কোনও আকারের কোণা হয়। যা সঠিক ভাবে পরিস্কার করা অত সহজ হয়না। যতটা গোল ট্যাঙ্ক সহজে পরিস্কার করা যায়।