গাছ বড় হলেও এটি একই উচ্চতায় থেকে যায়, উপরে ওঠেনা, কি জানলে অবাক হবেন
মানবদেহ যেমন ছোট থেকে বড় হওয়ার সময় দেহের সব অংশই বাড়তে থাকে, গাছের ক্ষেত্রে তা হয়না। সময়ের সঙ্গে গাছ বড় হয় ঠিকই, কিন্তু একটু অন্যভাবে।
গাছের কাণ্ডে বড় গর্তের মত দেখতে পাওয়া যায়। একে কোটর বলে। এটা কেউ তৈরি করেনা। কেউ গর্ত করেনা। এটা স্বাভাবিকভাবেই তৈরি হয়।
আবার গাছের গায়ে অনেক সময় কেউ পেরেকও ঠুকে দেয়। কিছু লাগিয়েও দেয়। যা কখনওই উচিত নয়। তবে গাছের গায়ে কোটর হোক বা পেরেক হোক বা অন্যকিছু, তা একটি উচ্চতায় লাগানো হয়।
ধরে নেওয়া যাক গাছের গায়ে ৪ ফুট উপরে একটি কোটর রয়েছে বা ৩ ফুট ওপরে একটি পেরেক গাঁথা আছে। এবার গাছটি সময়ের সঙ্গে আরও বড় হল।
কিন্তু গাছ বড় হয়ে গেলেও মাপলে দেখা যাবে ওই কোটর গাছের গোড়া থেকে ৪ ফুট ওপরে বা পেরেক সেই ৩ ফুট ওপরেই রয়েছে। গাছ লম্বা হলেও ওগুলির উচ্চতায় বদলায় না কেন?
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন মানবদেহ যেমন ছোট থেকে বড় হওয়ার সময় দেহের সব অংশই বাড়তে থাকে, গাছের ক্ষেত্রে তা হয়না। গাছ বড় হয় ঠিকই, তবে গাছের গ্রোথ সেল বা এই বৃদ্ধি পাওয়ার কোষ থাকে গাছের আগায়।
অর্থাৎ গাছের মাথায় থাকে গ্রোথ সেল। গাছের ডালের মাথাতেও থাকে গ্রোথ সেল। সেখানে বৃদ্ধি ঘটে। ফলে গাছ মাথায় বড় হয়। বেশি ঝাঁকরা হয়।
যে অংশ হয়ে গেছে তার কোনও উচ্চতায় পরিবর্তন হয়না। তাই গাছ বাড়লেও গাছের গায়ের কোটর বা লেগে থাকা অন্যকিছু মাটি থেকে একই উচ্চতায় থেকে যায়।