একসময় সোনার চেয়েও দামি ছিল এই ফুল
একটা ফুলের দাম সোনার চেয়েও বেশি? অবিশ্বাস করার মতই কথা। কিন্তু একটা সময় ছিল যখন এই ফুলকে সোনার চেয়েও মূল্যবান মনে করা হত।
একটা ফুল সোনার চেয়েও মূল্যবান হতে পারে? একটা ফুলই তো! তা যতই দামিই হোক, তা সোনার চেয়েও মূল্যবান! চমকে ওঠার মত হলেও এটাই হয়েছিল। তবে সেটা ছিল ষোড়শ শতাব্দীর কথা।
সে সময় এই ফুল ছিল অতিবিরল। তার দেখা মেলাই ভার ছিল। এখন অবশ্য এই ফুল ভারতের কাশ্মীরে প্রচুর হয়। এখন হয়তো তার দামও আর সোনার চেয়ে বেশি নয়।
কিন্তু ষোড়শ শতাব্দীতে হল্যান্ড বা নেদারল্যান্ডস-এ এই ফুলের কদর ছিল সোনার চেয়েও দামি। অতিধনী না হলে এই ফুল কেনার ক্ষমতা ছিলনা কারও।
সেই সময় টিউলিপ ফুলের এই কদর অটোমান সাম্রাজ্য ইউরোপকে চেনায়। হল্যান্ড থেকে সে সময় ভিয়েনায় এই টিউলিপ ফুল পাঠানো হয়। টিউলিপের কুঁড়ি আর তার রং দেখে মুগ্ধ হয়ে যান ভিয়েনার সম্রাট। হুহু করে ইউরোপ জুড়ে টিউলিপের গুণগান ছড়িয়ে পড়ে।
সে সময় একটা টিউলিপ ফুল এখনকার ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকার চেয়েও বেশি দামে বিক্রি হত। অনুমেয় যে সে সময় টিউলিপ ফুল সোনার চেয়েও বেশি দামে বিক্রি হত।
মনে করা হয় টিউলিপ নামটা এসেছিল টুলিপান থেকে। যার মানে ছিল শিরস্ত্রাণ। এই টুলিপান ছিল পার্সি শব্দ। যেহেতু টিউলিপ ফুল অনেকটা সে সময় ব্যবহৃত শিরস্ত্রাণের মত দেখতে হত তাই এই টুলিপান নাম থেকে টিউলিপ নামটা আসে।