Feature

দেশের হলুদ শহর বাঙালির অন্যতম আকর্ষণ, কোন শহর সেটি

দেশের একটি শহরকে বলা হয় হলুদ শহর। কোন শহর সেটা অবশ্যই খুব আকর্ষণীয়। অন্তত বাঙালিদের কাছে। তাই এটা জেনে রাখাও জরুরি।

ভারতে এমন একটি শহর রয়েছে যাকে পৃথিবীর মানুষ হলুদ শহর বলে চেনেন। হলুদ শহর মানে কিন্তু এখানকার সব বাড়ি হলুদ এমনটা নয়। এখানকার বাড়িগুলোর সঙ্গে হলুদের কোনও সম্পর্ক নেই।

এমন নয় যে গাছপালা হলুদ হয়ে যায়। অথবা এখানে প্রচুর হলুদ উৎপাদন হয়, এমনটাও নয়। তাহলে কেন হলুদ শহর? হলুদ শহর এখানে পাওয়া ইয়েলো লাইম স্টোনের কারণে। যা এখানকার বিখ্যাত। আর তা দিয়েই তৈরি হয়েছে এখানকার কেল্লা।


থর মরুভূমির মাঝে এই শহর বাঙালির অতিপরিচিত। বাঙালি এ শহরকে চেনে সোনার কেল্লার জন্য। অথবা ধরুন লালমোহনবাবুর দেখানো সোনার পাথরবাটির জন্য।

শহরটা জয়সলমীর। রাজস্থানের এ শহর পাকিস্তান সীমান্ত থেকে খুব দূরে নয়। শহরের চারধারই বালি। তবে এই শহরের নাম হলুদ শহর যেমন, তেমন অনেকে আবার একে সোনার শহরও বলে থাকেন।


সূর্যের আলো কিছু সময় এখানকার কেল্লার ওপর পড়লে মনে হয় কেল্লা যেন সোনার তৈরি। ইয়েলো লাইম স্টোনের সেই অপরূপ রূপ থেকে তখন নজর ফেরানো দায়।

সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। বাঙালি আবার ছোটেন বিশেষ করে সোনার কেল্লা দেখতে। একদিকে হলুদ লাইম স্টোন, অন্যদিকে অনন্ত মরুভূমির হলুদ বালি, সব মিলিয়ে জয়সলমীরে পৌঁছলে চারিদিকটা কেমন যেন হলুদ আভায় ভরে থাকে।

এখানে যে বিভিন্ন পাত্র পাওয়া যায় বা সাজানোর জিনিস, তাও ওই ইয়েলো লাইম স্টোন দিয়েই তৈরি হয়। এটাই দেশের হলুদ শহরের বিশেষত্ব।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button