এ গ্রামের পুরুষদের বিয়ে হয়না, চিরকুমারদের গ্রামে ৫০ বছরে কারও বিয়ে হয়নি
এ গ্রামে কোনও পুরুষের বিয়ে হয়না। এমন নয় যে তাঁরা বিয়ে করতে চান না। কিন্তু এক বিশেষ কারণে এ গ্রামের পুরুষদের বিয়ে করেননা কোনও মেয়ে।
এ গ্রামে শুধু পুরুষদেরই বাস। পুরো গ্রাম জুড়ে শুধুই পুরুষরা থাকেন এখানে। এমন কিন্তু নয় যে এ গ্রামের পুরুষরা চিরকুমার থাকতেই পছন্দ করেন। এমনও নয় যে তাঁরা বিয়ে করতে চান না। কিন্তু চাইলে কি হবে, কোনও পাত্রীকে রাজি তো হতে হবে!
কিন্তু গত ৫০ বছরে কোনও নারী এই গ্রামের কোনও পুরুষকে বিয়ে করতে রাজি হননি। ফলে এ গ্রামের পুরুষরা অবিবাহিতই থেকে যান।
ব্যতিক্রম একটি আছে। ২০১৭ সালে এ গ্রামের এক যুবক বিয়ে করে স্ত্রীকে নিয়ে এ গ্রামে হাজির হয়েছিলেন। ওই একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল।
এছাড়া কিন্তু কারও বিয়ে হয়নি এ গ্রামে। কিন্তু কেন কোনও মহিলা এ গ্রামের পুরুষদেরই বেছে বেছে বিয়ে করতে চান না? এরও কারণ রয়েছে।
বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা উপরের দিকে বারওয়ান কালা নামে একটি গ্রাম রয়েছে। পাহাড়ে চড়াই পথে পাথর কেটে জঙ্গল কেটে কোনওক্রমে যাতায়াতের একটি পথ বানিয়ে নিয়েছেন গ্রামবাসীরাই। সেই পথ ধরেই যাতায়াত এই প্রত্যন্ত গ্রামে। যেখানে বসবাসের ন্যূনতম পরিকাঠামোরও অভাব রয়েছে।
পুরুষরা যা হোক করে কাটাতে পারলেও সেখানে একজন মহিলার পক্ষে দিনের পর দিন কাটানো কার্যত প্রায় অসম্ভব। এটা কোনও মহিলারই অজানা নয়। তাই কোনও মহিলা বা তাঁর পরিবার এ গ্রামের কোনও পুরুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চান না।
তাই এ গ্রাম বিয়ে দেখেনি। গ্রামে কোনও মহিলাও নেই। তবে এখন এই গ্রামের উন্নয়নের চেষ্টা শুরু হয়েছে। তৈরির চেষ্টা হচ্ছে সুস্থ জীবনযাপনের পরিকাঠামো।