মানুষের চোখের মেগাপিক্সেল বিশ্বের তাবড় ক্যামেরাকে হার মানায়, কত এমপি হয় চোখ
মোবাইল ক্যামেরার মেগাপিক্সেল জানার উৎসাহ প্রায় সকলের থাকে। কিন্তু মানুষের চোখের মেগাপিক্সেল যেকোনও ক্যামেরাকে হার মানিয়ে দিতে পারে।
স্মার্টফোনের সামনে ক্যামেরা, পিছনেও ক্যামেরা। কোন ক্যামেরার মেগাপিক্সেল কত জানার উৎসাহ মোবাইল কেনার সময় যথেষ্ট থাকে। অবশ্যই সেই এমপি বা মেগাপিক্সেলের ওপর নির্ভর করে সেই ফোনের ভাল ছবি তোলার ক্ষমতা। সেলফি তোলার ক্ষমতা। ভিডিওতে কথা বলার সময় ছবির উৎকৃষ্টতা।
ফোনের ক্যামেরার এমপি জানার উৎসাহ মানুষের যতটা ততটাই হয়তো কম নিজের চোখের মেগাপিক্সেল কত জানার ইচ্ছা। মানুষ কিন্তু অন্য ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে যাতটা আগ্রহ দেখান নিজের চোখের মেগাপিক্সেল জানার ক্ষেত্রে ততটাই উদাসীন।
কিন্তু মানুষের চোখের মেগাপিক্সেল যেকোনও দামি ক্যামেরার মেগাপিক্সেলকে হেলায় হারিয়ে দিতে পারে। এতটাই ক্ষমতা মানুষের চোখের।
বিজ্ঞানীরা বলছেন মানুষের চোখের মেগাপিক্সেল হয় ৫৭৬। মানুষ জন্মের সময় যে চোখ মনিয়ে জন্মান, যা তাঁর সারা জীবনের সঙ্গী সেই চোখের মেগাপিক্সেল ৫৭৬, এটা হয়তো ভাবলেও অবাক লাগে।
নিজের চোখের মেগাপিক্সেলের ক্ষমতা জানার পর দামি ক্যামেরার মেগাপিক্সেলকেও সাধারণ মনে হয়। তার চেয়ে অনেক বেশি ক্ষমতা মানুষের চোখের।
বলা হয় বিশ্বের যত দামি ক্যামেরাই হোক না কেন তার চেয়ে মানুষের চোখ অরও অনেক বেশি ভাল দেখে। তবে মানুষের চোখ একসঙ্গে অনেক ছবি সংগ্রহ করে। যা মস্তিষ্ক একটি ছবিতে পরিণত করে।
অন্যদিকে ক্যামেরা একটি ছবিই তোলে। তার ভাল মন্দ নির্ভর করে তার রেজোলিউশনের ওপর। মোদ্দা কথা হল মানুষের চোখের সঙ্গে বিশ্বের কোনও শক্তিশালী ক্যামেরার তুলনাও হয়না।