এ গ্রামের মানুষ খেলতে ভালবাসেন, দেশের গ্রামীণ অলিম্পিকসের আসর বসে এখানে
গ্রামের মানুষ কি শুধুই চাষাবাদে ব্যস্ত থাকেন। নাকি খেলতেও ভালবাসেন। এ গ্রামে এলে কিন্তু উত্তর মিলবে খেলতে ভালবাসেন। এ গ্রামের মানুষে খেলতে পারলেই খুশি।
ভারতে গ্রামীণ নানা খেলাধুলো নিয়ে একটি গ্রামীণ অলিম্পিকসের আসর বসে। যা ভারতের গ্রামীণ অলিম্পিকস নামে বিখ্যাত। আর সেটা হয় একটি গ্রামে। ভারতের হাজার হাজার গ্রামের মধ্যে এ এমন একটা গ্রাম যেখানকার মানুষ খেলতে ভালবাসেন। আর খেলাধুলো নিয়েই তাঁদের সারা বছর কাটে।
এখানে যে খেলাগুলি হয় তার সঙ্গে আবার সত্যিকারের অলিম্পিকসে হওয়া সব খেলার মিল খুঁজতে গেলে কিন্তু ভুল হবে। কারণ এখানে অনেক খেলাই হয় যার চল গ্রাম গঞ্জে যথেষ্ট।
পঞ্জাবের লুধিয়ানার কিলা রায়পুর গ্রাম এই গ্রামীণ অলিম্পিকসের জন্য বিখ্যাত। যেখানে প্রতিবছর এমন এক গ্রামীণ অলিম্পিকসের আসর বসে। যেখানে কুস্তি, কাবাডি, ভারোত্তোলনের মত খেলা বিশেষ গুরুত্ব পায়।
কুস্তিগিরদের তো গ্রামে এনে গ্রামের মানুষই খাইয়ে দাইয়ে তৈরি করেন, যাতে তাঁরা গ্রামের মুখ উজ্জ্বল করতে পারেন। এই প্রতিযোগিতা থেকে প্রথম পুরস্কার জিততে পারেন।
এছাড়া কাবাডির মত দেশের নিজস্ব খেলার গুরুত্ব এখানে যথেষ্ট। তাছাড়া বুকের ওপর পাথর নিয়ে ভাঙা, মুরগির লড়াই, পায়রার লড়াই এবং এমন নানা ধরনের খেলা জায়গা পেয়েছে এখানে।
বহু গ্রামের মানুষ এই কিলা রায়পুর গ্রামে হাজির হন এই গ্রামীণ অলিম্পিকসের আসর দেখতে। সে সময় এখানে সন্ধে নামলেও উৎসবের মেজাজ বজায় থাকে। শুরু হয় গান বাজনা। সব মিলিয়ে কিলা রায়পুর গ্রাম ভারতের এমন একটা গ্রাম যেখানে মানুষ খেলাধুলা খুব ভালবাসেন।