আজ ভ্রাতৃদ্বিতীয়া। বৃষ্টি ভেজা দিন। আবহাওয়ায় ভাইফোঁটার আমেজ উধাও। কিন্তু উৎসব তার নিজের জায়গায় সবসময়েই অমলিন। তাই সকাল থেকেই মিষ্টির দোকানগুলোতে ভিড় বাড়ছিল। ভাইফোঁটাকে কেন্দ্র করে সন্দেশ বা রসের মিষ্টির পসরায় মিষ্টির দোকানগুলো সেজে উঠেছিল গত শুক্রবার বিকেল থেকেই। শনিবার সকাল থেকে সেখানে তিল ধারণের জায়গা ছিল না। ভাইফোঁটায় মাঙ্গলিক বলে পরিচিত খাজা থেকে শুরু করে ভাইফোঁটা সন্দেশ। সবই ছিল।
এবার সব মিষ্টিরই দাম বেড়েছে। সে চিনির মূল্যবৃদ্ধি হোক বা জিএসটির প্রভাব। তবু ভাইফোঁটা বলে কথা। তাই এদিন বাজেট বিবেচনা পাশে সরিয়ে রেখে বোনেরা মিষ্টি কিনেছেন ভাইয়ের পছন্দ মাথায় রেখে। ভিড়ের চোট আর নানা ফরমাশ। দোকানের সব কর্মচারি পুরোদমে ক্রেতাদের ফরমাশ শুনেও কুলিয়ে উঠতে পারেননি। তবু এই মিষ্টি কোনার ঐতিহ্য আজও অমলিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভাইফোঁটায় মিষ্টির দোকানে বোনেদের হুড়োহুড়ি বাঙালির আদি ঐতিহ্যেরই ধারক এবং বাহক হয়ে থেকে যায়।