প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এ বছরের জন্য ৩ জনকে ভারতরত্ন প্রদানের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এঁরা হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, অসমীয়া কবি ও গায়ক ভূপেন হাজারিকা এবং ভারতীয় জন সংঘের ভাবাদর্শী চিন্তাবিদ নানাজি দেশমুখ। এঁদের মধ্যে ২ জনই মরণোত্তর ভারতরত্ন পেতে চলেছেন। ২০১০ সালে মৃত্যু হয় নানাজি দেশমুখের। আর তার ঠিক এক বছর পর ২০১১ সালে মৃত্যু হয় ভূপেন হাজারিকার।
বাঙালি হিসাবে অমর্ত্য সেন ও পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পান ১৯৯৯ সালে। তারপর থেকে কোনও বাঙালি ভারতরত্ন পাননি। এবার পেলেন প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের আগে এখনও পর্যন্ত ৫ জন বঙ্গসন্তান ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। দেশের সর্বোচ্চ সম্মান প্রণববাবুর আগে পেয়েছেন বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়, অরুণা আসফ আলি, অমর্ত্য সেন ও পণ্ডিত রবিশঙ্কর।
কংগ্রেসের প্রথমসারির নেতা তথা তাঁর রাজনৈতিক বুদ্ধিমত্তার বলে কংগ্রেসের চাণক্য হিসাবে পরিচিত প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ায় নিজেকে মূল ধারার রাজনীতি থেকে সরিয়ে নেন। তাঁর নাম ভারতরত্ন সম্মানের জন্য ঘোষণা হওয়ার পরই ট্যুইটে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা