National

এ বছর ভারতরত্ন সম্মানে ভূষিত ৫ জন ব্যক্তিত্ব

এ বছর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন ৫ জন। ২ জনের নাম এখন সকলের জানা। শুক্রবার আরও ৩ জনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

সাধারণভাবে বছরে ৩ জনকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। তবে এ বছর সেই সংখ্যাটা ৩ নয়, ৫ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ৩ জনের নাম ঘোষণা করেন। যাঁরা হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং এবং সবুজ বিপ্লবের পুরোধা এমএস স্বামীনাথন। এছাড়া বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও বিহারর প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুরকে ভারতরত্ন প্রদান করা হয়েছে।

এঁদের মধ্যে ৪ জনই রাজনৈতিক ব্যক্তিত্ব। চরণ সিং ১৯০২ সালে উত্তরপ্রদেশের মেরঠে জন্মগ্রহণ করেন। ২৮ জুলাই ১৯৭৯ থেকে ১৪ জানুয়ারি ১৯৮০ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।


পিভি নরসিমা রাও ১৯২১ সালে অন্ধ্রপ্রদেশের করিমনগরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

কর্পূরি ঠাকুর ১৯২৪ সালে বিহারের সমস্তিপুর জেলায় জন্ম নেন। ১৯৭০ সালের ডিসেম্বর থেকে ১৯৭১ সালের জুন মাস পর্যন্ত এবং ১৯৭৭ সালের ডিসেম্বর থেকে ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদ সামলান।


লালকৃষ্ণ আডবাণী বিজেপির অন্যতম নেতা হিসাবে পরিচিত। যে রাম মন্দির দেখতে মানুষের ঢল নামছে সেই রাম মন্দির নির্মাণের লড়াই লালকৃষ্ণ আডবাণীর হাত ধরেই শুরু হয়েছিল।

কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথন এবার ভারতরত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন। ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় তাঁকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button