গোয়া ও মণিপুরে একক দল হিসাবে তাদের সংখ্যা গরিষ্ঠতা থাকলেও টাকার জোরে সেখানে সরকার গড়েছে বিজেপি। এদিন ফের এই একই অভিযোগ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এর আগেও রাহুল গান্ধীর মুখে বিজেপির টাকা ছড়িয়ে দুই রাজ্যে সরকার গড়ার অভিযোগ উঠে এসেছিল। এদিকে কংগ্রেসের এই অভিযোগ নিছক অপপ্রচার বলে পাল্টা দাবি করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি দলীয় বৈঠকে অমিত শাহ সাফ জানান তাঁদের সপক্ষে অন্যান্য দলের বিধায়কদের সমর্থন রয়েছে। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা তাঁদের রয়েছে। তাই মণিপুর ও গোয়ায় সরকার গড়েছে বিজেপি। আরও একধাপ এগিয়ে বেঙ্কাইয়া নাইডু এদিন কংগ্রেসকে হার থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। হার থেকে শিক্ষা নিয়ে কংগ্রেসের এবার গঠনমূলক রাজনীতিতে মন দেওয়া উচিত বলে উপদেশ দেন তিনি। এদিক দলীয় বৈঠকে এদিন প্রধানমন্ত্রী বেশ কড়া সুরেই দলীয় নেতা কর্মীদের পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন।