সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের এক সময়ের দাপুটে আইপিএস আধিকারিক ভারতীয় ঘোষ। সোমবার দিল্লিতে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত ভারতী ঘোষের বিজেপিতে যোগ অনেককেই অবাক করেছে।
তিনি যে প্রত্যক্ষ রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন তা অবশ্য আগেই স্পষ্ট করে দিয়েছিলেন এক সময়ে রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ আইপিএস ভারতী ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। ২০১৭ সালে সেই সম্পর্কে ভাঙন ধরে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। বদলি করা হয় ব্যারাকপুরের তৃতীয় ব্যাটালিয়নে। তারপরই রাজ্যের ডিজি সুরজিৎ পুরকায়স্থের কাছে নিজের ইস্তফাপত্র পাঠান ভারতী ঘোষ।
ভারতী ঘোষ ও তাঁর স্বামীর বিরুদ্ধে শুরু হয় তদন্ত। সোনা লুঠের মামলায় তাঁদের বিরুদ্ধে তদন্তের সময় বেপাত্তা হয়ে যান ভারতী। পরে অডিও বার্তায় তিনি কয়েকবার নিজের বক্তব্য প্রকাশ্যে আনেন। এদিন নিজেই এলেন প্রকাশ্যে। যোগ দিলেন বিজেপিতে। তবে কী রাজ্যের কোনও কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করতে চলেছে বিজেপি? নতুন জল্পনা শুরু।