কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নদী বক্ষে ৩ দিনের সফরের মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে তিনি পৌঁছন উত্তরপ্রদেশের মির্জাপুরে। মির্জাপুর থেকে ৮ কিলোমিটার দূরে মন্দিরে পুজোও দেন। যেমন গত সোমবার প্রয়াগরাজে হনুমান মন্দিরে পুজো দেন তিনি। গঙ্গা পুজোও করেন।
মঙ্গলবার মির্জাপুর থেকে ৮ কিলোমিটার দূরে বিন্ধ্যবাসিনী দেবীর মন্দিরে পুজো দিতে হাজির হন প্রিয়াঙ্কা। তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আশপাশে দাঁড়িয়ে থাকা শতাধিক বিজেপি কর্মী সমর্থক স্লোগান দেওয়া শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে স্লোগান দিতে থাকেন তাঁরা। এরমধ্যে দিয়েই মন্দিরে প্রবেশ করেন প্রিয়াঙ্কা। সে সময়ে মন্দিরের বাইরে মোদীপন্থী স্লোগান চলতে থাকে।
মন্দিরে প্রবেশ করে অবশ্য নিজের মত করেই পুজো দেন প্রিয়াঙ্কা। বিজেপি কর্মীদের এই স্লোগান উপেক্ষা করতে দেখা যায় তাঁকে। পুজো শেষ করে ফের প্রচারে বেরিয়ে পড়েন প্রিয়াঙ্কা। সবে কিছুদিন হল রাজনীতির ময়দানে পা রেখেছেন। সেখানে এমন স্লোগানে কিন্তু তাঁকে বিচলিত হতে দেখা যায়নি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)