National

২ বিজেপি শীর্ষ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, তুলকালাম

একদিকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সমর্থকেরা। অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ আরকে সিনহার সমর্থকেরা। নিজের নিজের নেতাকে সমর্থন জানাতে গিয়ে নিজেদের মধ্যে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়লেন এঁরা। পুলিশ ও সিআরপিএফ-এর চেষ্টায় ২ পক্ষের সংঘর্ষ থামে। মঙ্গলবার ঘটনাটি ঘটে পাটনা বিমানবন্দরের বাইরে।

ভিন্নমত পোষণ করে ও বিজেপি বিরোধী মঞ্চে উপস্থিত থেকে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বের কুনজরে পড়েছেন এখনও খাতায় কলমে বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিহারের পাটনা সাহিব কেন্দ্র থেকে গতবার বিজেপির হয়ে জয়লাভ করেন তিনি। এবার তাঁকে প্রার্থী করেনি বিজেপি। এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রবিশঙ্কর প্রসাদকে। আর তাতেই ক্ষুব্ধ আরকে সিনহার সমর্থকেরা। কারণ এই কেন্দ্র থেকে আরকে সিনহার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা ছিল যথেষ্ট। কিন্তু শেষ মুহুর্তে রবিশঙ্কর প্রসাদকে প্রার্থী করায় ক্ষুব্ধ আরকে সিনহা।


তিনি পাটনা সাহিব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন একথা জানার পর মঙ্গলবার দিল্লি থেকে পাটনা ফেরেন রবিশঙ্কর প্রসাদ। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তাঁর সমর্থকেরা। অন্যদিকে তিনি বিমানবন্দর থেকে বার হতেই রবিশঙ্কর প্রসাদকে প্রবল বিক্ষোভেরও সম্মুখীন হতে হয়। তাঁকে কালো পতাকা দেখানো হয়। গো ব্যাক ধ্বনি ওঠে। এরপর রবিশঙ্করের অনুগামী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব অবশ্য যথেষ্ট বিড়ম্বনার শিকার হয়েছে। নিজেদের দলের মধ্যেই এমন বিভাজন তাঁদের স্বস্তিতে রাখছে না।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button