সিনেমা জগতের বহু তারকাই যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। এবার সেই তালিকায় নাম লেখালেন ১৯৯০-র ‘আশিকী’ সিনেমার নায়ক রাহুল রায়। বলিউডের খুব স্বল্প সংখ্যক সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল। তবে আশিকীর হাত ধরে তাঁকে মনে রেখেছেন প্রায় সবাই।
শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে নিজের নাম নথিভুক্ত করান রাহুল। তাঁকে দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল। নরেন্দ্র মোদী ও অমিত শাহের আদর্শ ও কর্মকাণ্ডের ফলে বিদেশের কাছে দেশের ভাবমূর্তি অনেক বদলে গেছে বলে মনে করেন রাহুল। তাই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি গর্ব অনুভব করছেন বলে প্রতিক্রিয়ায় জানান তিনি। বহুদিন সিনেমা জগত থেকে বাইরে। এবার শুরু নতুন ইনিংস। সিনেমার জগতে পা রেখেই আশিকীতে চমকে দিয়েছিলেন রাহুল। এবার রাজনীতিতেও শুরুতেই তিনি কতটা চমক দেন সেই অপেক্ষায় অনেকেই।