বিপুল ভোটে লোকসভা নির্বাচনে জিতেছে ভারতীয় জনতা পার্টি। আর এই জয়কে বিজেপি নেতা কর্মীরা নরেন্দ্র মোদীর জয় হিসাবেই দেখছেন। মোদীর এই বিপুল জয় উদযাপন করতে পুরো উৎসাহের সঙ্গে এদিন রাস্তায় নেমে পড়েন ইন্দোরের বিজেপি কর্মীরা। ইন্দোরের ব়্যাডিসন চকে বৃহস্পতিবার সকালে অনেকেই অবাক হয়ে যান। পথচলতি মানুষজনকে ডেকে ডেকে জুতো পালিশ করেন বিজেপি কর্মীরা।
স্থানীয় বিজেপি কাউন্সিলর সঞ্জয় কাটারিয়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা সাধারণ মানুষের জুতো পালিশে নেমে পড়েন। সাধারণ মানুষও অবাক। অনেকই প্রথমে ইতস্তত করেন। কিন্তু বিজেপি কর্মীরা তাঁদের উদ্দেশ্যের কথা বুঝিয়ে বলতে অনেকেই জুতো পালিশে রাজি হয়ে যান। যাঁর উদ্যোগে এই অভিনব কর্মকাণ্ড সেই কাউন্সিলর সঞ্জয় কাটারিয়া নিজেও জুতো পালিশে লেগে পড়েন।
কাটারিয়া বলেন, তাঁদের নেতা নরেন্দ্র মোদী বলেছেন কোনও কাজই ছোট নয়। তাই নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত কর্মকাণ্ড হিসাবেই এদিন সকলের জুতো পালিশ করলেন বিজেপি কর্মীরা। প্রসঙ্গত বৃহস্পতিবারই দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ। সেদিনই এমন এক উদ্যোগ নিয়ে সারা ভারতের চোখে পড়ে গেলেন সঞ্জয় কাটারিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা