দার্জিলিং পুরসভাও এবার দখলে নিল বিজেপি। শনিবার মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় ও রাজু বিস্তের নেতৃত্বে দার্জিলিং পুরসভার ১৭ জন গোর্খা জনমুক্তি মোর্চা কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। তাঁদের বিজেপির উত্তরীয় পরিয়ে দলে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বিজেপি নেতা মুকুল রায়, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত ও পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। কাউন্সিলররাও বিজেপি নেতাদের উত্তরীয় পরিয়ে দেন। কয়েকজনকে এই সময় জয় গোর্খা স্লোগানও দিতে দেখা যায়।
মুকুল রায় দাবি করেন, দার্জিলিংয়ে অত্যাচার চালাচ্ছে পুলিশ। তাই দিল্লিতে এসে এই কাউন্সিলররা বিজেপিতে যোগ দিলেন। ১৭ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় দার্জিলিং পুরসভা বিজেপির হাতে চলে এল বলে জানিয়ে দেন মুকুলবাবু। মুকুলবাবু জানান এরপর ভোটাভুটি করে পুরসভার নতুন চেয়ারম্যান ঠিক করা হবে। এদিন সাংসদ রাজু বিস্তও দাবি করেন দার্জিলিংয়ে অত্যাচার চালাচ্ছে পুলিশ।
মুকুলবাবু এদিন দাবি করেন দার্জিলিংয়ে অত্যাচার চলছে। তার বিরুদ্ধে তাঁরা কয়েকদিনের মধ্যেই সেখানে বিশাল মিটিং করবেন। কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে দার্জিলিংয়ে সভা করবে বিজেপি। এবার লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ১৮টি আসন পেয়েছে বিজেপি। যারমধ্যে দার্জিলিংও রয়েছে। সেখানে রাজু বিস্ত এই রাজ্যে জয়ী বিজেপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করেছেন।