পরনে কালো গেঞ্জি। সাদা প্যান্ট। কখনও ২ হাতে পিস্তল নিয়ে নাচ। তো কখনও হাতে কার্বাইন নিয়ে ফ্যাশনদুরস্ত ভঙ্গি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। এই ভিডিও তোলার সময় হয়তো তিনি ভাবতেও পারেননি তাঁর সঙ্গে দল কী করতে চলেছে। দলের দাপটের সঙ্গে তাঁরও যে দাপট বেড়েছে তা বোধহয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়ন।
বেপরোয়া সেই নৃত্যর চরম খাঁড়া নেমে এল কুঁয়ার প্রণবের ওপর। বিজেপি ব্যবস্থা নিল তাঁর বিরুদ্ধে। চ্যাম্পিয়নকে আর ‘চ্যাম্পিয়ন’ থাকতে দিল না দল। বুধবার বিজেপির তরফে তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির তরফে দলের সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, উত্তরাখণ্ডের খানপুরের বিধায়ক কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়নের উদ্দামতা মেনে নিচ্ছে না দল। তা যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকেও বিধায়ক কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়নকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির এই সিদ্ধান্ত কিন্তু বিজেপির অনেক নেতার জন্যই উদাহরণ হয়ে রইল। গত মঙ্গলবারই প্রধানমন্ত্রী জানিয়েছেন সকলকে সিধে করার উপায় তাঁর জানা আছে। সেই তালিকায় যে বিধায়ক কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়নরা পড়ছেন তা এদিনের সিদ্ধান্ত থেকেই পরিস্কার।
প্রসঙ্গত কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়ন সেই ৯ জন কংগ্রেস বিধায়কের অন্যতম যাঁরা ২০১৬ সালে তৎকালীন হরিশ রাওয়াত সরকারের বিরুদ্ধে গিয়ে বিজেপিতে যোগদান করেন। পরে তাঁদের বিধায়ক পদ বাতিল করে দেন স্পিকার। গত সপ্তাহেই উত্তরাখণ্ডের হরিদ্বার জেলা প্রশাসন বিধায়ক কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়নের ৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে দেয়। এর আগেও অবশ্য বিজেপি কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তাঁকে অন্য একটি ভাইরাল ভিডিওর জন্য গত মাসেই ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এবার দল থেকেই তাঁকে ৬ বছরের জন্য বার করে দিল বিজেপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা