বাংলা সিনেমা ও টিভি-র জগতে ইতিমধ্যেই পা দিয়েছে বিজেপি। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলকে সামনে রেখে টলি পাড়ায় জন্ম নিয়েছে একটি বিজেপি প্রভাবিত সংগঠন। রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায়ের মত টলিপাড়ার অনেক নায়ক নায়িকাকে আগেই গেরুয়া শিবিরে দেখা গেছে। তাঁরা এখন বঙ্গ বিজেপির প্রথমসারির মুখ। এবার টলিপাড়ার আরও একঝাঁক অভিনেতা-অভিনেত্রী যোগ দিলেন বিজেপিতে।
বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপি নেতা রাহুল সিনহা ও বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের উপস্থিতিতে এঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এই তালিকায় যাঁরা রয়েছেন তাঁরা প্রায় প্রত্যেকেই বাংলা সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ। রয়েছেন পার্নো মিত্র, কাঞ্চনা মিত্র, রূপাঞ্জনা মিত্র, ঋষি কৌশিক, সৌরভ চক্রবর্তী, রূপা ভট্টাচার্য, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, দেবরঞ্জন নাগ, বিশ্বজিত গঙ্গোপাধ্যায়, লামা, মৌমিতা গুপ্ত-এর মত অভিনেতা অভিনেত্রীরা।
এঁদের প্রত্যেককে বিজেপিতে বরণ করে নেওয়ার পর দিলীপবাবু দাবি করেন, পশ্চিমবঙ্গে এখন বিজেপিতে যোগ দেওয়া রীতিমত সাহসের কাজ। বিজেপিতে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে নানা ধরনের মামলা করা হচ্ছে বলে এদিন দাবি করেন দিলীপবাবু। এই পরিস্থিতিতে এঁরা যে একত্রে এভাবে বিজেপিতে যোগ দেওয়ার সাহস করেছেন তার জন্য এঁদের অভিনন্দন জানান রাজ্য বিজেপি সভাপতি।