দঙ্গল সিনেমার কথা মনে আছে? যেখানে ২ কন্যার কুস্তির প্রতিভাকে সামনে আনতে, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েদের কুস্তি করানোর সামাজিক সমস্যারও মোকাবিলা করেছিলেন এক বলিষ্ঠ পিতা। সেই পিতার একার লড়াইয়ে ও প্রশিক্ষণে গীতা ও ববিতা ২ বোন ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেন মহিলা কুস্তিতে। সোনাও আনেন আন্তর্জাতিক মঞ্চ থেকে। এবার সেই মহাবীর সিং ফোগট ও তাঁর মেয়ে ববিতা ফোগট যোগ দিলেন বিজেপিতে।
সোমবার দিল্লিতে বিজেপি সদর দফতরে হাজির হয়ে বিজেপিতে যোগ দেন মহাবীর সিং ফোগট ও তাঁর মেয়ে ববিতা ফোগট। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু। দ্রোণাচার্য পুরস্কার জয়ী মহাবীর সিং ফোগট এই বছরের শুরুতেই হরিয়ানার অজয় চৌটালার জনায়ক জনতা পার্টিতে যোগদান করেছিলেন। এদিন তিনি কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে মেয়েকে নিয়ে বিজেপিতে যোগ দিলেন।
প্রসঙ্গত ববিতা ফোগট কিন্তু হরিয়ানা পুলিশে থাকাকালীন কড়া ভাষায় হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খোলেন। তাঁর পদোন্নতি রুখে দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে আদালত পর্যন্তও যান। পরে মামলা হেরে চাকরি ছেড়ে দেন। সেই ববিতাই গত শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের পাশে দাঁড়িয়ে বলেন, কাশ্মীরের বোনেদের নিয়ে মুখ্যমন্ত্রী কোনও খারাপ বক্তব্য রাখেননি। তাঁর কথার মানে বিকৃত করছে সংবাদমাধ্যম। তখনই অনেকের কাছে ইঙ্গিতটা পরিস্কার ছিল। এদিন বিজেপিতে যোগই দিলেন ভারতীয় কুস্তি দুনিয়ার ২ তারকা বাবা ও মেয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা