দিল্লিতে আপ ঝড়ে কার্যত উড়ে গেছে পদ্মফুল। সকালে উৎসাহ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যত পরিস্কার হয়েছে আপ-এর জয়জয়কার, ততই বিজেপি শিবিরে হতাশার মেঘ ছেয়েছে। এটাই স্বাভাবিক। কর্মীদের এতদিনের পরিশ্রম শেষ হয়ে যাচ্ছে। এটা তাঁদের মেনে নেওয়া কঠিন। দলীয় কর্মীদের মনোবল ভেঙে যাওয়া আন্দাজ করতে অসুবিধা হয়নি দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারির। তাই পাল্টা কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করেছেন তিনি।
মনোজ তিওয়ারি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে ভেঙে পড়ার মত কিছু হয়নি। তাই ভেঙে পড়বেননা। ভেঙে পড়তে মানা করলেও এদিন কিন্তু গেরুয়া শিবির ছিল ম্রিয়মাণ। খোদ দিল্লির বিজেপি পার্টি অফিস থেকেই পোস্টার খুলে ফেলা হয়। কদিন আগেই ঝাড়খণ্ডে পরাজয় হয়েছে বিজেপির। তারপর কদিনের ব্যবধানে আবার দিল্লিতেও হারের পর এই ধাক্কা সামলানো কঠিন।
মনোজ তিওয়ারিরই অবশ্য দাবি ছিল বিজেপি জিতছেই। ভোটের পরেও তাই দাবি ছিল তাঁর। এক্সিট পোল যখন বলছে বিজেপির হার নিশ্চিত, তখনও তিনি দিল্লির দলীয় প্রধান হিসাবে বলিষ্ঠ কণ্ঠে জানান বিজেপিই জিতছে। মনোজ তিওয়ারি এদিন ভেঙে পড়তে মানা করেন কর্মীদের। এখন দেখার তাঁর বার্তায় দিল্লির বিজেপি কর্মীরা কতটা চাঙ্গা থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা