National

‘খেলা হবে’-র পাল্টা, বিজেপি লিখল অন্য স্লোগান

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ স্লোগান নিয়েছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। যার পাল্টা আবার নয়া স্লোগান দিল বিজেপি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে কেল্লা ফতে স্লোগান বানিয়েছিল তৃণমূল। তাদের খেলা হবে স্লোগানে বিপুল জয় পেয়েছে তৃণমূল।

তৃণমূলের সেই খেলা হবে স্লোগানের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে সেখানে এই স্লোগান তুলে ঝড় তুলেছেন অখিলেশ যাদব।


তাঁর দল সমাজবাদী পার্টি চারিদিকে পোস্টার ব্যানারে লিখেছে ‘২০২২ মে খেলা হোই’। যার সহজ বাংলা হল ২০২২ সালে খেলা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা অখিলেশ যাদব মমতারই স্লোগান কার্যত ধার করেছেন বিধানসভা নির্বাচনে। তার এবার পাল্টা দিল বিজেপি।


অখিলেশের ‘২০২২ মে খেলা হোই’-এর পাল্টা এবার বিজেপি পোস্টার ও ব্যানার লাগাতে শুরু করেছে। যেখানে লেখা থাকছে ‘২০২২ মে খেলা না হোই’।

যার বাংলা করলে দাঁড়ায় ২০২২ সালে খেলা হবে না, অর্থাৎ যা ছিল তাই থাকবে। কোনও পরিবর্তন হচ্ছে না। কোনও খেলা হচ্ছেনা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের খেলা হবে-র বিরুদ্ধে কোনও স্লোগান তুলতে পারেনি বিজেপি। কিন্তু সমাজবাদী পার্টির খেলা হবে স্লোগানের পাল্টা দিতে উত্তরপ্রদেশে দেরি করল না গেরুয়া শিবির।

অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গের দুঃস্বপ্ন থেকে শিক্ষা নিয়ে খেলা হবে স্লোগানকে আর বাড়তে দিতে রাজি নয় বিজেপি। বরং দ্রুত তার পাল্টা আক্রমণ শানাতে চাইছে তারা। এই স্লোগান লড়াই আরও কী কী দেখায় সেদিকেই তাকিয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button